For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলার স্মৃতি ফেরাতে নাশকতার ছক বানচাল, কাশ্মীরে ধৃত ৩ জঙ্গি

Google Oneindia Bengali News

বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল উপত্যকা৷ রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্য়ান্ডের কাছ থেকে উদ্ধার হল সাত কিলোগ্রাম আইইডি৷ সূত্রের খবর, পুলওয়ামা হামলার হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্য়েই হামলার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷ কিন্তু, নিরাপত্তাবাহিনীর তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়েছে৷ ঘটনায় জড়িত সন্দেহে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতে অভিযান

নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতে অভিযান

সম্প্রতি জম্মুর কুঞ্জওয়ানি এবং সাম্বার বড়ি ব্রাহ্মণা এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়৷ তারপর এদিনের এই আইইডি উদ্ধার নিঃসন্দেহে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর৷ নির্দিষ্ট সূত্র মারফত আসা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য় পেয়েছে তারা৷

জঙ্গিকে গ্রেফতার করা হয়

জঙ্গিকে গ্রেফতার করা হয়

গত শনিবার সাম্বার বড়ি ব্রাহ্মণা এলাকা থেকে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়, তার নাম জাহুর আহমেদ রাথের৷ গত বছর দক্ষিণ কাশ্মীরে তিন বিজেপিকর্মী এবং এক পুলিশকর্মীর খুনের ঘটনায় ওয়ান্টেড ছিল এই জাহুর৷ এরও আগে, ৬ ফেব্রুয়ারি জম্মুর কুঞ্জওয়ানি থেকে হিদায়েতউল্লাহ মালিক ওরফে হসনইন নামে এক লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷

শহিদ হয়েছিলেন ৪০ জন জওয়ান

শহিদ হয়েছিলেন ৪০ জন জওয়ান

দুই বছর আগে ১৪ ফেব্রুয়ারিতেই পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর কনভয়ের উপর জঙ্গি হামলা চালায় জইশ-ই-মহম্মদ৷ তাতে শহিদ হন ৪০ জন জওয়ান৷ সেই ঘটনার বর্ষপূর্তিতেই এদিন ফের একবার নাশকতার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা৷

শহিদ জওয়ানদের কুর্নিশ

শহিদ জওয়ানদের কুর্নিশ

উল্লেখ্য আজ ভালোবাসার দিন। তবে বছর দুই আগে ভালোবাসার রঙে রঙিন এই দিনটাকেই রক্তস্নাত হতে হয়েছিল। নিমেষে ভালোবাসার আনন্দ হাওয়ায় মিলিয়ে গিয়ে দেশজুড়ে উঠেছিল কান্নার রোল। পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলা কেড়ে নিয়েছিল ৪০টি তরতাজা বীর সৈনিককে। শহিদ জওয়ানদের মৃত্যুর জবাব দিয়েছে দিল্লি। সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিয়ে ঢুকে গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিশিবির। তবে কোনও প্রলেপই যথেষ্ট নয় দেশের সেই সাংঘাতিক বিপর্যয়ের ক্ষতে। সে জন্যই ভ্যালেন্টাইনস ডে-র আবহেও ভারতীয় সেনার সেই বলিদানকে ভোলেনি দেশ। দ্বিতীয় বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শহিদ জওয়ানদের কুর্নিশ জানিয়েছে নেটিজেন।

English summary
3 accused nabbed for conspiring attack in Pulwama on second anniversary of 2019 attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X