For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিধি ভেঙে মহা ধুমধামে পালন পোষ্যের জন্মদিন, গ্রেফতার মালিক সহ ৩

Google Oneindia Bengali News

ধুমধাম করে সে পালন করছিল নিজের পোষ্যের জন্মদিন। ভুলে গিয়েছিল পৃথিবী থেকে মহামারি যায়নি। উল্টে ফের জাঁকিয়ে বসেছে। দাপিয়ে বেড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এক ভাইরাল ভিডিও সমস্ত আনন্দে জল ঢেলে দিল। করোনা বিধি ভেঙে বিশাল অনুষ্ঠান আয়োজন করার অভিযোগে গ্রেফতার হতে হল কুকুরের মালিক সহ তিন জনকে।

করোনা বিধি ভেঙে মহা ধুমধামে পালন পোষ্যের জন্মদিন

ঘটনাটি গুজরাটের। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, মধুবন গ্রীন পার্টি প্লটে কুকুরের ওই জন্মদিন অনুষ্ঠান চলছিল। সাত লক্ষ টাকা খরচ করে হয় ওই অনুষ্ঠান। প্রচুর লোকজন আমন্ত্রিত ছিলেন। এলাহি খাওয়া দাওয়া। এসব কান্ড ঘটিয়ে গ্রেফতার হয়েছেন দাগো পটেল নামে ওই কুকুরের মালিক ও আরও দু'জন। আসলে ওই পার্টির একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। দ্রুত পৌঁছে যায় মধুবন গ্রীন পার্টি প্লটে। গ্রেফতার করে ওই তিন জনকে।

ভারতের বুকে ওমিক্রন ভ্যারিয়েন্টে ভর করে করোনার দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছতে চলেছে। শুক্রবারই করোনার দৈনিক সংক্রমণ সাত মাস পর ১ লক্ষের উপরে উঠেছে। এদিন আরও বেড়ে দেড় লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন ২১ শতাংশ বাড়ল সংক্রমণ।করোনার তৃতীয় ঢেউ ক্রমশই উত্তাল হচ্ছে, বাড়ল ২১ শতাংশ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১,৪১,৯৮৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ২১.৩ শতাংশ বেশি। করোনা সংক্রমণ ফের প্রবল আকারে আছড়ে পড়েছে দেশে। ওমিক্রনের হানার পাশাপাশি বাড়ছে ডেল্টা সংক্রমণ। দেশে আদতে চলছে 'ডেলমিক্রনে'র জোড়া স্রোত।

করোনার মোট সংক্রমণ ইতিমধ্যে পার করেছে সাড়ে তিন কোটি। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৩,৫৩,৬৮,৩৭২। করোনার এই তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের ৩০৭১। শেষবার ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের সীমা ছাড়িয়েছিল ২০২১ সালের ৬ জুন। আবার ২০২২-এর ৭ জানুয়ারি করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা পেরিয়ে গেল এক লক্ষ। এদিন প্রায় দেড় লক্ষ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ। এদিন পজিটিভিটি রেট হয়েছে ৯.২৮ শতাংশ। ভারতে করোনার তৃতীয় ঢেউ ক্রমশই সুনামির আকার নিতে শুরু করেছে। তবে এদিন দেশে করোনায় মৃত্যু সংখ্যা একটু কমেছে। এদিন ২৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনা আক্রান্ত হয়ে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪,৮৩,৪৬৩-তে পৌঁছে গিয়েছে।

English summary
spending approx Rs 7 lakh celebrating pet dog's birthday 3 arrested for flouting COVID19 norms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X