For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবে ভোটের আগে উদ্ধার লাখ লাখ অস্ত্র

পাঞ্জাবে ভোটের আগে উদ্ধার লাখ লাখ অস্ত্র

Google Oneindia Bengali News

সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচুর অস্ত্র উদ্ধার করল পুলিশ। জমা রাখা হল ৩ লক্ষ ৫৪ হাজার ৭৫টি অনুমতি প্রাপ্ত অস্ত্র। রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে। লাগু হয়েছে কোড অফ কন্ডাক্ট। কারণ নির্বাচন আজ ২০ জানুয়ারি থেকে ঠিক এক মাসের মধ্যেই অর্থাৎ ২০ ফেব্রুয়ারি। তাই অস্ত্র বাজেয়াপ্ত করার কাজ চলছে। এমনটাই জানিয়েছেন চিফ ইলেক্টোরাল অফিসার অফিসার করুণা রাজু।

পাঞ্জাবে ভোটের আগে উদ্ধার লাখ লাখ অস্ত্র

জানা গিয়েছে মোট ৩ লক্ষ ৯০ হাজার ২৭৫ টি অস্ত্র জমা করা হয়েছে। তার মধ্যে ৯১ শতাংশ অনুমতি প্রাপ্ত। ইলেকশন কমিশন জানিয়েছে, অনুমতি নেই এমন ২৭টি অস্ত্র উদ্ধার হয়েছে। চিফ ইলেক্টোরাল অফিসার অফিসার করুণা রাজু জানিয়েছেন, যাদের অনুমতি প্রাপ্ত অস্ত্র আছে যেমন যারা জাতীয় কোনও ব্যাঙ্কের যারা সিকিউরিটি গার্ড কিংবা কোনও বেসরকারি ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড , অথবা যাদের বিশেষ সুরক্ষা নেওয়া রয়েছে তাদের প্রত্যেককে ডেপুটি কমিশনারকে সেই তথ্য জানতে হবে।

তিনি এও জানিয়েছেন, নির্বাচনী নিয়ম লাগু হওয়ার পর থেকে ৪৬.৬৬ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র। ৬.৬ লক্ষ লিটার মদ উদ্ধার করা হয়েছে, এর দাম প্রায় ২ কোটি টাকা। ৪৪.৪৯ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। অবৈধ ১.৭৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অশান্তি সৃষ্টি করতে পারে এমন ২৩৭৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১১২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের উপর নজর রাখা হচ্ছে।

UP poll 2022: নিজের কেন্দ্রেই ভোটের আগে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, চাপ বাড়ছে যোগীরUP poll 2022: নিজের কেন্দ্রেই ভোটের আগে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, চাপ বাড়ছে যোগীর

সম্প্রতি পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে হেরোইন, অস্ত্র ও গোলাবারু উদ্ধার করে। জানা যায় পাকিস্তান-ভিত্তিক চোরাকারবারিরা সীমান্তে প্রবেশ করে এই বেআইনি কাজ করছিল। অমৃতসরে জারি করা একটি সরকারী বিবৃতিতে বলা হয়, ফিরোজপুর সেক্টরে সীমান্ত বেড়ার সামনে বিএসএফ সেনারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল।

বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ৬.৩ কেজি ওজনের ছয় প্যাকেট হেরোইন এবং হলুদ কাপড়ে মোড়ানো, একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল ।

English summary
3.5 lakh weapons deposits by Punjab police just before the election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X