For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে এনআরসি-তে আবেদনকারীদের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হল

শনিবার প্রকাশিত হল নাগরিক পঞ্জির মোট আবেদনকারীর তালিকা। কজজন বাদ গিয়েছেন, কতজন চূড়ান্ত তালিকায় নাগরিকত্ব পেয়েছেন পুরোটাই আজ অনলাইনে প্রকাশ করা হয়েছে।

Google Oneindia Bengali News

শনিবার প্রকাশিত হল নাগরিক পঞ্জির মোট আবেদনকারীর তালিকা। কজজন বাদ গিয়েছেন, কতজন চূড়ান্ত তালিকায় নাগরিকত্ব পেয়েছেন পুরোটাই আজ অনলাইনে প্রকাশ করা হয়েছে। ৩১ তারিখ চূড়ান্ত তালিকায় যে ১৯ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হয়নি তাঁদের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকাটিতে যাঁরা নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছেন তাঁদের নাম যেমন রয়েছে, তেমনই রয়েছে যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাঁরা এবং যাঁদের আবেদন এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে তাঁদের নামও প্রকাশ করা হয়েছে।

অসমে এনআরসি-তে আবেদনকারীদের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হল

নাগরিকত্ব দেওয়া হয়নি এই ১৯ লাখ বাসিন্দার পুণরায় ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজেদের নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন। তাঁদের তথ্য যাচাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে। নইলে ঠাঁই হবে গোয়ালপাড়ার শরণার্থী শিবিরে।

ডিসেম্বরের মধ্যেই অসমের গোয়ালপাড়ায় বিশাল এই শরণার্থী শিবির তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে সরকার। ১০টি শরণার্থী শিবির তৈরি হচ্ছে। তার প্রত্যেকটিতে ৩০০০ জন বাসিন্দা থাকার সুবিধা পাবেন। এই ১৯ লাখ বাসিন্দাই যদি নাগরিকত্ব না পান তাহলে তাঁদের আশ্রয় নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

[২০২১-এর লক্ষ্যে পরিকল্পনা! বিজেপির ১৮ সাংসদকে বিশেষ দায়িত্ব][২০২১-এর লক্ষ্যে পরিকল্পনা! বিজেপির ১৮ সাংসদকে বিশেষ দায়িত্ব]

সূত্রর খবর বিপুল সংখ্যক বাসিন্দাকেই নাগরিকত্ব প্রমাণ দেওয়া হবে না। তাই তাঁদের আশ্রয় কোথায় দেওয়া হবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকটা কারাগারের আদলেই তৈরি করা হয়েছে সেই ডিটেনশন সেন্টার। যেখানে মহিলা এবং পুরুষদের পৃথক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। দিনরাত প্রহরার জন্য ওয়াচ টাওয়ারও থাকছে। সাতটি ফুটবল মাঠ এক করতে যত বড় হয় ঠিক ততটা বড়ই এলাকা নিয়ে তৈরি হচ্ছে এই শরণার্থী শিবির।

[৪৬ কোটি খরচ করে অসমে সর্ববৃহৎ শরণার্থী শিবির করছে মোদী সরকার][৪৬ কোটি খরচ করে অসমে সর্ববৃহৎ শরণার্থী শিবির করছে মোদী সরকার]

English summary
3.30 crore people who were part of the NRC exercise in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X