২৮ দিনের শিশুও রক্ষা পেল না ধর্ষকের হাত থেকে !
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি কী সত্যিই আর মানুষকে বলা যায়? যখন মাত্র ২৮ দিনের শিশুকেও মানুষের লালসা-বাসনার শিকার হতে হয়, তখনই বোঝা যায় মানবিকতা শেষের পথে।
উত্তরপ্রদেশের খুরজা দেহাত থানার অন্তর্গত আসিফ নাগলা গ্রামে এমনই এখ অমানবিক ঘটনা ঘটেছে। অভিযোগ ২৫ বছরের এক যুবক মাত্র ২৮ দিনের এক কন্যা সন্তানকে ধর্ষণ করেছে।

গত রবিবার, ৬ ডিসেম্বর এলাকায় গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ছিল। ওই শিশুর মা-বাব পরিবারের অন্যান্য সদস্যদের কাছে সন্তানকে রেখে ভোট দিতে গিয়েছিলেন।
অভিযুক্তের নাম নামিনো। এই নামিনোও ওই শিশুর ধর্ষণ করেছে বলে অভিযোগ। ভোট দিতে বাইরে গিয়েছিল ওই শিশুর বাবা-মা। বাড়িতে এসে তারা দেখেন বাচ্চাটি অস্বাভাবিকভাবে কাঁদছে।
সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে তারা সরকারি হাসপাতালে ছোটেন। ততক্ষণে অনেকখানি রক্ত বেরিয়ে গিয়েছে শিশুটির শরীর দিয়ে। প্রাথমিকভাবে পরীক্ষা নিরিক্ষার পর হাসপাতালের চিকিৎসকরা জানায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।
এই খবর জানার পরই ওই শিশুটির মা-বাবা পুলিশের কাছে এফআইআর দায়ের করে। অভিযুক্ত নামিনো আপাতত গা ঢাকা দিয়েছে।