২৭ নভেম্বর ভারতে করোনা-রিপোর্টে দৈনিক সংক্রমণ ঘিরে কোন বার্তা! পরিসংখ্যান একনজরে
গত জুন,জুলাই মাসে করোনা ভাইরাসের পরিস্থিতি যেমন ছিল তার থেকে আপাতত উৎসবের মরশুম পার হতে পরিস্থিতি খানিকটা স্বস্তির দিকে। তবে উৎসবের মরশুমের প্রভাব পড়তে পারে আগামী মাসের করোনা পরিস্থিতিতে। এমন এক পরিস্থিতিতে ২৭ নভেম্বর করোনার দৈনিক হার কোথায় গিয়ে ঠেকেছে দেখে নেওয়া যাক।


করোনা পরিস্থিতি ও ২৭ নভেম্বরের রিপোর্ট
করোনার জেরে ২৭ নভেম্বরের রিপোর্ট বলছে, দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কম। এদিন ৫০ হাজারের নিচে রয়েছে দৈনিক আক্রান্ত। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪৩, ০৮২ জন। ভারতের মোট আক্রান্তের সংখ্যা ৯৩,০৯,৭৮৮ জন।

মৃতের সংখ্যা
এদিনের রিপোর্টে উঠে এসেছে , ভারতে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৫৫৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯২ জনের। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট ১৩৫৭১৫ জন।

সুস্থতার পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় ৩৯,৩৭৯ জন ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে । মোট হাসপাতাল গুলি থেকে ছাড়া পাওয়ার সংখ্যা ৮৭, ১৮,৫১৭ জন।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি
এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে (সূত্র https://www.covid19india.org/)। বাংলায় ৪৭০৪৯৮ জন মোট আক্রান্ত। সক্রিয় আক্রান্ত ২৪, ৬৭০ জন। সুস্থ হয়েছেন ৪,৩৭, ৬০৪ জন। মৃতের সংখ্যা ৮২২৪ জন।