For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আন্টি', 'টিউব লাইট', 'হরতাল' সহ ২৬টি নতুন ভারতীয় শব্দ যুক্ত হল অক্সফোর্ড অভিধানে

  • |
Google Oneindia Bengali News

অক্সফোর্ড ডিকশনারির দশম সংস্করণ শুক্রবারেই প্রকাশিত হয়েছে। এই নতুন সংস্করণে জায়গা করে নিয়েছে ভারতে ব্যবহৃত বেশ কিছু ইংরেজি শব্দ।

নতুন ২৬টি ভারতীয় শব্দ যুক্ত হল অক্সফোর্ড অভিধানে


অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার ডিকশনারির সাম্প্রতিক সংস্করণে আধার , চাল, ডাব্বা (বাক্স), হরতাল, শাদি (বিয়ে) সহ ২৬ টি নতুন ভারতীয় ইংরাজি শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড অভিধানে। সর্বসাকুল্যে মোট ৩৮৪ টি ভারতীয় ইংরেজি শব্দ রয়েছে এই অভিধানে।

এছাড়াও অভিধানে চ্যাট-বোট, ফেক নিউজ (জাল সংবাদ) এবং মাইক্রো প্লাস্টিকের মত প্রায় হাজার খানেক নতুন শব্দ যুক্ত হয়েছে।

বিশ্বের সর্বাধিক বিক্রীত এই অভিধান পাওয়া যাবে ওয়েবসাইট এবং অ্যাপেও। ওয়েবসাইটে ভিজুয়াল সাউন্ড লার্নিং, ভিডিও ওয়াক-থ্রু (সফটওয়্যার), নিজে পড়ো-নিজে শেখো, আই-রাইটার এবং আই-স্পিকার সহ বিভিন্ন নতুন অপশন গুলি যুক্ত করে অভিধানটিকে আরও বেশি ব্যবহার বান্ধব করে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ম্যানেজিং ডিরেক্টর ফাতিমা দাদা জানান, এই নতুন সংস্করণে সদ্য যুক্ত হওয়া ২৬টি ভারতীয় শব্দের মধ্যে ২২টি রয়েছে মুদ্রিত সংস্করণে আর বাকি ৪ টি পাওয়া যাবে ওয়েবসাইটে। চাচি,বাস-স্ট্যান্ড,এফআইআর, নন-ভেজ, টিউব লাইট এর মতো শব্দ গুলোয় জায়গা পেয়েছে নতুন অভিধানে।

লার্নার ডিকশনারির প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালবার্ট সিডনি হর্নবীর। তার নীতি এবং নিয়ম মেনেই ১৯৪২ সালে জাপান এবং ১৯৪৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস দ্বারা প্রথম প্রকাশিত হয় অক্সফোর্ড অভিধান। ৭৭ বছরের পুরনো এই অভিধানটির মূল লক্ষ্য বিশ্বজুড়ে ইংরেজি শব্দের প্রসার ঘটানো এবং তার অর্থ ছড়িয়ে দেওয়া।

English summary
The Oxford Dictionary introduces 26 new Indian words like aunty, Tubelight, hartal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X