For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন থেকে যাত্রীর টুইট, রুদ্ধশ্বাস অভিযানে নারীপাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ২৬ জন নাবালিকা

ট্রেনে বসে যাত্রীর একটি মাত্র টুইট, আর তাতেই ফাঁস হল বড়সড় অপরাধের চক্র। মুজাফ্ফরপুর- বান্দ্রা অওয়াধ এক্সপ্রেসের এক যাত্রীর সহায়তায় নারী পাচারচক্রের হাত থেকে ২৬ জন নাবালিকাকে উদ্ধার করে জিআরপি।

  • |
Google Oneindia Bengali News

ট্রেনে বসে যাত্রীর একটি মাত্র টুইট, আর তাতেই ফাঁস হল বড়সড় অপরাধের চক্র। মুজাফ্ফরপুর- বান্দ্রা অওয়াধ এক্সপ্রেসের এক যাত্রীর সহায়তায় নারী পাচারচক্রের হাত থেকে ২৬ জন নাবালিকাকে উদ্ধার করে জিআরপি ও আরপিএফ।

ট্রেন থেকে যাত্রীর টুইট, রুদ্ধশ্বাস অভিযানে নারীপাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ২৬ জন নাবালিকা

৫ জুলাই মুজাফ্ফরপুর- বান্দ্রা অওয়াধ এক্সপ্রেসের এস ৫ কোচে সফর করছিলেন জনৈক আদর্শ শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। সফরকালে হঠাৎই তাঁর চোখে পড়ে সহযাত্রী ২৬ জন নাবালিকার বেহার পরিস্থিতি। নাবালিকাদের মধ্যে কয়েকজনের চোখ মুখ বলে দিচ্ছিল তারা চরম অস্বস্তিতে রয়েছে। আর কয়েকজন চোখের জলে নিজেদের পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছিল। সন্দেগ হয় আদর্শ শ্রীবাস্তবের। ঘটনার কথা রেল কর্তৃপক্ষকে জানিয়ে টুইট করেন তিনি।

ট্রেন ততক্ষণে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে নিজের গতিতে। এদিকে, আদর্শকের টুইট বার্তা পেয়েই বারাণসী ও লখনউএর রেল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে। টুইটের আধঘণ্টার মধ্যে গোরক্ষপুর জিআরপির খবর যায় ঘটা সম্পর্কে। চরম তৎপরতায় ব্যবস্থা নেয় জিআরপি। সাদা পোশাকে কপটগঞ্জ থেকে ওঠেন আরপিএফ-ওএর জওয়ানরা।

নির্দিষ্ট পথে নিজেদের লক্ষ্যে এগিয়ে গিয়ে, জওয়ানরা ধরে ফেলেন নারীপাচারচক্রের ২ পাণ্ডাকে। উদ্ধার করা হয় ২৬ জন নাবালিকাকে। ধৃতদের হেফাজতে নেয় পুলিশ। এদিকে, ওই নাবালিকাদের অভিভাবকদের খবর দেওয়া হয়।পুলিশ জানিয়েছে , উদ্ধার হওয়া বেশিরভাগ নাবালিকার বয়স ১০ থেকে ১৪ বছর। এদের বেশিরভাগজনই বিহারের চম্পারনের বাসিন্দা। উদ্ধার হওয়া নাবালিকাদের চাইল্ড ওয়ালফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়।

English summary
mob-26 minor girls rescued from train after passenger alerts railways with a tweet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X