For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট সরকার গঠন নিয়ে শিবসেনায় ভাঙন, ফড়নবীশের সঙ্গে যোগাযোগ ২৫ জন শিবসেনা বিধায়কের

সরকার গঠন নিয়ে শিবসেনায় ভাঙন, ফড়নবীশের সঙ্গে যোগাযোগ ২৫ শিবসেনা বিধায়কের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে জোট সরকার গঠন নিয়ে ক্রমশ জটিল হচ্ছে সমীকরণ। একদিকে শিবসেনা যখন এনসিপির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ঠিক অন্যদিকে শিবসেনার একাংশ বিজেিপর সঙ্গে যোগাযোগ তৈরি করেছে। সূত্রের খবর শিবসেনার ২৫ জন বিধায়ক ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনই দাবি করেছেন নির্দল বিধায়ক রবি রানা। তিনি নিজেও সরকার গঠনের জন্য ফড়নবীশেই আস্থা দেখিয়েছেন।

শিবসেনায় ভাঙন

শিবসেনায় ভাঙন

মহারাষ্ট্রে সরকার গঠনকে কেন্দ্র করে ফের প্রকট হচ্ছে বিজেপির ঘোড়া কোনাবেচার ছবি। ইতিমধ্যেই নাকি শিবসেনায় ভাঙন ধরতে শুরু করেছে। বিজেপি না এনসিপি কার সঙ্গে জোট বেঁধে সরকার গড়বে শিবসেনা এই নিয়ে দলের অন্দরেই চলছে টানা পোড়েন। নির্দল বিধায়কের দাবি শিবসেনার ২৫ জন বিধায়ক নাকি ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা বিজেপির নেতৃত্বেই মহারাষ্ট্রে সরকার গড়তে চায়। সেকারণেই নির্দল বিধায়ক রবি রানা এদিন দাবি করেছেন মহারাষ্ট্রে ফের ফড়নবীশ সরকারই আসছে।

বিজেপির সঙ্গে মতবিরোধ তুঙ্গে

বিজেপির সঙ্গে মতবিরোধ তুঙ্গে

সপ্তাহ হতে চলল মহারাষ্ট্রে এখনও সরকার গঠন হয়নি। ৫০ শতাংশ মন্ত্রীত্বের দাবিতে এখনও অনড় উদ্ধব ঠাকরেরা। শিবসেনার মুখপত্র সামনার সম্পাদক সঞ্জয় রাউত দাবি করেছেন, বিজেপি তাঁদের দাবি না মানলে বিকল্প পথ তাঁরা বেছে নেবেই। ইতিমধ্যেই সঞ্জয় রাউত এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগও করেছেন। কয়েকদিন আগেই সঞ্জয় দাবি করেছিলেন শিবসেনা ১৭০ জন বিধায়কের সমর্থন তাঁদের সঙ্গে রয়েছে।

রাজ্যপালের হস্তক্ষেপের সম্ভাবনা

রাজ্যপালের হস্তক্ষেপের সম্ভাবনা

এদিকে ৯ নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রে কোনও রাজনৈতিক দল সরকার গঠনের দাবি না জানালে রাজ্যপাল নিজে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। কারণ এদিনই শেষ হয়ে যাচ্ছে মহারাষ্ট্রের বিধানসভার কার্যকালের মেয়াদ। কাজেই মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চরম উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। বিজেপি উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে শিবসেনা। এদিকে শিবসেনার অন্দরেই ভাঙন তৈরি করছে বিজেপি। সূত্রের খবর শপথ গ্রহন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই বিজেপি ওয়াংখেড়ে স্টেডিয়াম বুক করে ফেলেছে।

English summary
25 sena MLA in touch with Maharashtra chief minister Devendra Fadnabish
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X