For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবাক কাণ্ড!‌ মেঘালয়ের এক মহিলার পেট থেকে উদ্ধার ২৪ কেজির টিউমার

অবাক কাণ্ড!‌ মেঘালয়ের এক মহিলার পেট থেকে উদ্ধার ২৪ কেজির টিউমার

Google Oneindia Bengali News

এক মহিলার পেট থেকে উদ্ধার হল ২৪ কেজির টিউমার। মেঘালয়ার পশ্চিম গারো হিল জেলার ঘটনা। ৩৭ বছরের মহিলা পূর্ব গারো হিল জেলার জামজে গ্রামের বাসিন্দা, তাঁর পেটে বহুদিন ধরে ব্যাথা হওয়ার দরুণ গত ২৯ জুলাই তিনি তুরা মেটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতালে ভর্তি হন।

অবাক কাণ্ড!‌ মেঘালয়ের এক মহিলার পেট থেকে উদ্ধার ২৪ কেজির টিউমার


হাসপাতালের সুপারিটেনডেন্ট ডাঃ আইসিলদা সাংমা জানিয়েছেন এই অস্ত্রোপচার করা হয়েছে ২ জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ একটি চিকিৎসকের দল তৈরি করে। প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচারের পর ওই টিউমারটি পেট থেকে বের হয়েছে। ৩ অগাস্ট ওই মহিলার অবস্থা স্থিতিশীল এবং মেডিক্যাল পর্যবেক্ষণের মধ্যে তাঁকে রাখা হয়েছে। হাসপাতালের সুপারিটেনডেন্ট জানিয়েছেন, ওই টিউমারটিকে বায়েপসির জন্য পাঠানো হয়েছে, তা ক্যান্সার কিনা দেখতে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাদ কে সাংমা বুধবার হাসপাতালের চিকিৎসকদের এই টিউমার অপারেশনের জন্য প্রশংসা জানিয়েছেন। তিনি টুইট করে বলেন, '‌তুরা জেলা মেটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতাল সফলতার সঙ্গে ২৪ কেজির টিউমার বের করেছে পূর্ব গারো হিল জেলার এক রোগীর পেট থেকে। আমি অভিনন্দন জানাই ডাঃ ভিন্স মোমিন ও তাঁর দলকে এই সফল অস্ত্রোপচারের জন্য। আমি ওই রোগীর দ্রুত আরোগ্য কামনা করছি।’

জেলা কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে যে চিকিৎসকদের মধ্যে একজন রক্তদান করেছেন ওই রোগীকে এবং ওই মহিলার অস্ত্রোপচারের জন্য চিকিৎসক মহল থেকে অর্থ দেওয়া হয়েছে। ‌

'বাংলাতেও হবে রাম রাজ্য, অপেক্ষা আর কয়েক মাসের', হুঙ্কার রাহুল সিনহার'বাংলাতেও হবে রাম রাজ্য, অপেক্ষা আর কয়েক মাসের', হুঙ্কার রাহুল সিনহার

English summary
A 24 kg tumor came out of the stomach of a woman in Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X