For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, করোনা আক্রান্ত একই হস্টেলের ২২৫ জন পড়ুয়া

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, করোনা আক্রান্ত একই হোস্টেলের ২২৫ জন পড়ুয়া

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

গোটা মহারাষ্ট্র জুড়ে ক্রমেই বাড়ছে করোনা উদ্বেগ। ইতিমধ্যেই ১২৯ দিনের পর ফের দৈনিক সংক্রমণে নয়া রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ হাজারেরও বেশি মানুষ। এমতাবস্থায় এবার এই রাজ্যেই একই হোস্টেলের ২২৫ জন পড়ুয়া একই সঙ্গে করোনা আক্রান্ত হলেন বলে জানা যাচ্ছে। এছড়াও ৪ জন শিক্ষকও রয়েছেন তালিকায় বলে জানা যাচ্ছে।

উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, করোনা আক্রান্ত একই হোস্টেলের ২২৫ জন পড়ুয়া

মহারাষ্ট্রের ওয়াশিম জেলার স্কুলের একটি হোস্টলেই মারণ করোনা এই বড়সড় থাবা বসিয়েছে বলে জানা যাচ্ছে। করোনা আক্রান্ত ছাত্ররা মূলত অমরাবতী ও যবতমাল জেলা থেকে পড়োশোনার উদ্দেশ্যে ওই হোস্টেলে থাকছিল বলে জানা যাচ্ছে। এদিকে গত মঙ্গলবারই জানা যায় এই ওয়াশিম জেলাতেই করোনা বিধির তোয়াক্কা না করে বিপুল সংখ্যক মানুষ একটি মন্দিরে জড়ো হন। তখন থেকেই বাড়ছিল উদ্বেগ।

তবে জমায়েতকারীদের বেশিরভাগই শিবসেনার মন্ত্রী সঞ্জয় রাঠোরের অনুগামী বলেও অভিযোগ উঠে আসছিল। এমনকী এই ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তারও অভিযোগ সামনে আসে। অন্যদিকে মহারাষ্ট্রের প্রাণকেন্দ্র তথা বাণিজ্যনগরী মুম্বইয়েও একটানা সংক্রমণ বৃদ্ধি দেখা যাচ্ছে। এমনকী দৈনিক সংক্রমণের নিরিখেও ভেঙেছে বিগত ৩ মাসের রেকর্ড। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।মুম্বই ছাড়াও সে রাজ্যের নাসিক, পুণে, আকোলা এবং নাগপুর এলাকায় বেড়েছে সংক্রমিতের সংখ্যা।

বাংলার পর পুদুচেরিতে নির্বাচনে ঝড় তুললেন মোদী, উঠল স্বাস্থ্যখাতে বিনিয়োগ প্রসঙ্গ বাংলার পর পুদুচেরিতে নির্বাচনে ঝড় তুললেন মোদী, উঠল স্বাস্থ্যখাতে বিনিয়োগ প্রসঙ্গ

English summary
225 students and teachers of the same hostel in maharashtra infected by coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X