For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ২১০ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ৯২৮ জন প্রার্থীর মধ্যে ২১০ জন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলার খতিয়ান দিলেন। সেই তালিকার পয়লা নম্বরে রয়েছে দেশের শাসক দল বিজেপিই।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ৯২৮ জন প্রার্থীর মধ্যে ২১০ জন, তাঁদের নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার খতিয়ান দিলেন। সেই তালিকার পয়লা নম্বরে রয়েছে দেশের শাসক দল বিজেপিই। দ্বিতীয় হওয়ার জন্য রীতিমতো পাঞ্জা কষছে কংগ্রেস ও বিএসপি। তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও একেবারে পিছিয়ে নেই শিব সেনা ও নির্দল প্রার্থীরা।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ২১০ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তরফে বুধবার প্রকাশিত এক রিপোর্টে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার আগে ২১০ জন প্রার্থীর দেওয়া অপরাধের খতিয়ান প্রকাশ্যে আনা হয়েছে। ১৫৮ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। তাঁদের মধ্যে ১২ জন দোষী সাব্যস্ত হয়েছেন। ৫ জন প্রার্থীর বিরুদ্ধে খুন, ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, ৪ জনের বিরুদ্ধে অপহরণ, ২১ জনের বিরুদ্ধে নারী নিগ্রহ ও ১৬ জনের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য ফৌজদারি মামলা রয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

এও জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বিজেপির ৪৪ শতাংশ, কংগ্রেসের ৩২ শতাংশ, বিএসপির ২০ শতাংশ, শিবসেনার ৫৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেই তালিকায় বিজেপির ৫৭ জন প্রার্থীর মধ্যে ২০ জন, কংগ্রেসের ৫৭ জন প্রার্থীর মধ্যে ৯ জন, বিএসপির ৫৪ জন প্রার্থীর মধ্যে ১০ জন, শিবসেনার ২১ জন প্রার্থীর মধ্যে ৯ জন এবং ৩৪৫ জন নির্দল প্রার্থীর মধ্যে ৪৫ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে বলেও অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে।

সে অনুযায়ী, চতুর্থ দফায় ৭১টি কেন্দ্রের মধ্যে এমন ৩৭ কেন্দ্র আছে যেখানে একই সঙ্গে তিন থেকে চার জন ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। এও বলা হয়েছে, এই দফার আগে বিভিন্ন দলের প্রার্থীদের ঘোষিত সম্পত্তির খতিয়ান অনুসারে কংগ্রেস-বিজেপির ৮৮ শতাংশ, বিএসপির ৩৭ শতাংশ, শিবসেনার ৬২ শতাংশ ও নির্দলের ৮০ শতাংশ কোটিপতি। ৯ জন প্রার্থী নিরক্ষর বলেও অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসের তরফে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে।

English summary
210 candidates out of 928 declared criminal cases in fourth phase election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X