For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম-এর নতুন দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধী ২১টি দল

ভোটের ফলাফল প্রকাশের আর ৪৮ ঘণ্টা বাকী নেই। তার আগে এদিন ২১টি বিরোধী রাজনৈতিক দল একযোগে নির্বাচন কমিশনের কাছে দরবার করছে যাতে ইভিএম ট্র্যাকিং করা যায়।

  • |
Google Oneindia Bengali News

ভোটের ফলাফল প্রকাশের আর ৪৮ ঘণ্টা বাকী নেই। তার আগে এদিন ২১টি বিরোধী রাজনৈতিক দল একযোগে নির্বাচন কমিশনের কাছে দরবার করছে যাতে ইভিএম ট্র্যাকিং করা যায়। একইসঙ্গে যাতে অনেক বেশি করে ভিভিপ্যাটের ব্যবহার করা যায় তার আবেদনও করা হবে।

ইভিএম-এর নতুন দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধী ২১টি দল

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি এই দলের নেতৃত্বে রয়েছেন। এছাড়া রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু সহ অনেকেই। চন্দ্রবাবু বলেছেন, ইভিএমের নম্বর ও ভিভিপ্যাটের মধ্যে সামঞ্জস্য না থাকলে তা নিয়ে কী করা হবে সেটা কমিশ ঠিক করবে। ছোট ভুল হলেও তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই বিধানসভার সমস্ত ভিভিপ্যাট সেক্ষেত্রে যাচাই করতে হবে। যাতে সার্বিকভাবে সামঞ্জস্য থাকে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, চন্দ্রবাবু, ইয়েচুরি, অভিষেক মনু সিংভি ও বাকী দলগুলির প্রতিনিধিরা এদিন বৈঠকেও বসতে পারেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা দলে থাকবেন। সপা ও বসপা নেতাদেরও আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ২১টি দলের হয়ে ভিভিপ্যাট নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। যাতে ভিভিপ্যাট ও ইভিএম যাচাই নিখুঁত হয়। তিনি বলছেন, সুপ্রিম কোর্টে আশ্বাস দেওয়ার পরও কমিশন কোনও গাইডলাইন দিতে পারেনি যে ভিভিপ্যাট ও ইভিএম কাউন্ট না মিললে কী নির্দেশিকা মেনে কাজ হবে।

প্রসঙ্গত, এই প্রথম লোকসভা নির্বাচনে ভিভিপ্যাটের ব্যবহার হয়েছে। গত ৮ এপ্রিল সুপ্রিম কোর্ট অন্তত প্রতিটি বিধানসভার পাঁচটি করে ইভিএম মিলিয়ে দেখতে নির্দেশ দেয় যাতে স্বচ্ছতা বজায় থাকে।

English summary
21 Opposition parties to meet poll panel in Delhi to demand 'EVM tracking'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X