For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণ ২১ জুন : জানুন কোন সময়ে , কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ

সূর্যগ্রহণ ২১ জুন : জানুন কোন সময়ে , কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ

  • |
Google Oneindia Bengali News

এই মাসের প্রথম সূর্যগ্রহণ আসন্ন ২১ জুন। একই মাসে এই নিয়ে পর পর দুটি গ্রহণ সম্পন্ন হচ্ছে। সাধারণত একটি চন্দ্রগ্রহণের পর আরেকটি সূর্যগ্রহণ পর পর হয়। এক্ষেত্রেও তাইই হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সূর্যগ্রহণের সময়ক্ষণ ও কিছু তথ্য।

 কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে সূর্যগ্রহণ?

কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে সূর্যগ্রহণ?

উল্লেখ্য, ২১ জুনের সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া থেকে। এছাড়াও আফ্রিকা, পেসিফিক ও ভারত মহাসাগর সংলগ্ন এলাকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। ফলে দেশের বহু জায়গা থেকেই এই গ্রহণ পরিলক্ষিত হবে।

 ২১ জুন সূর্যগ্রহণের সময়

২১ জুন সূর্যগ্রহণের সময়

২১ জুন সূর্যগ্রহণ সকাল ৯:১৫ মিনিট থেকে শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। সম্পূর্ণ গোলাকার হতে এই গ্রহণ সময় নেবে সকাল ১০:১৭ মিনিট। এরপর ৩:০৪ মিনিটে এই গ্রহণ শেষ হবে।

বলয় গ্রাস গ্রহণ

বলয় গ্রাস গ্রহণ

চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলেই গ্রহণ ঘটে যায়। তবে অন্যান্য গ্রহণের থেকে বলয়গ্রাস আলাদা। চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে তাকে বলা হবে বলয় গ্রহণ। অমাবস্যার সময়ে সূর্যগ্রহণ হয় তবে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ চাঁদ ভূ-কক্ষের সাথে ৫ ডিগ্রি হেলে থাকে। আর কৌণিক দূরত্বের নিরিখেই বলয়গ্রাস ঘটে যায়।

 'রিং অফ ফায়ার'

'রিং অফ ফায়ার'

'রিং অফ ফায়ার' দিয়ে দশকের শেষ সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সেরকমই মহাজাগতিক কাণ্ড ২০২০ সালেও দেখা যাবে। ২১ জুনের সূর্যগ্রহণ ২০২০ সালের অন্যতম তাক লাগানো মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত হতে পারে।

২১ শে জুন সূর্যগ্রহণ: বলয়গ্রাস ও পূর্ণগ্রহণের পার্থক্য ঠিক কোথায়?২১ শে জুন সূর্যগ্রহণ: বলয়গ্রাস ও পূর্ণগ্রহণের পার্থক্য ঠিক কোথায়?

English summary
21 June solar eclipse , know time and where to see
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X