For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২-এর লক্ষে পরিকল্পনা! 'নতুন' রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড

দিল্লির 'নতুন' রাজপথে হবে প্রজাতন্ত্র দিবের প্যারেড। ২০২২-এর লক্ষে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির 'নতুন' রাজপথে হবে প্রজাতন্ত্র দিবের প্যারেড। ২০২২-এর লক্ষে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত যায় এই প্যারেড। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, ২০২১-এর নভেম্বরের মধ্যেই পুনর্গঠিত রাজপথ তৈরি হয়ে যাবে।

২০২২-এর লক্ষে পরিকল্পনা! নতুন রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড

বর্তমানে ইন্ডিয়া গেটের রাজপথে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে। যা রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলস থেকে শুরু হয়ে যায় ইন্ডিয়া গেট পর্যন্ত।

এনডিএ সরকার নতুন সংসদ ভবন তৈরির লক্ষে বড় পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২২ সালের মধ্যে নতুন সংসদ ভবন তৈরি হয়ে যাবে। যদিও এই প্রকল্পের জন্য বহু সরকারি অফিস ভাঙা পড়বে।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ২০২১-এর ফেব্রুয়ারি নাগাদ তারা নতুন রাজপথ ফিরিয়ে দেবেন। লুটিয়েনস-এ ঐতিহাসিক স্থাপত্য গুড়িয়ে দেওয়া প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, লুটিয়েনসের মূল স্থাপত্যে কোনও হাত দেওয়া হচ্ছে না। তবে এলাকাকে আরও আধুনিক এবং সুসজ্জিত করে তোলা হচ্ছে।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হরদীপ পুরি জানিয়েছেন, নর্থ ব্লক কিংবা সাউথ ব্লককে ভেঙে ফেলার কোনও পরিকল্পনা নেই সরকারের। তবে যে ভবনগুলি অদক্ষ সেগুলিকে আধুনিক করা হবে।

মন্ত্রকের এক আধিকারক বলেছেন, নর্থ ব্লক, সাউথ ব্লক এবং রাষ্ট্রপতি ভবন ভূমিকম্প প্রতিরোধক নয়। ফলে সেগুলিকে পুনর্গঠন করা হচ্ছে। রাজপথকে কেন্দ্র করে ৩ থেকে ৪ স্কোয়ার কিমি এলাকা পুরোপুরি পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রের তরফে ২ সেপ্টেম্বর প্রস্তাব রাখা হয়েছে। এরই মধ্যে ২০ নিলামকারী তাদের আগ্রহ দেখিয়েছেন। দিওয়ালির আগেই তাদের বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রের নির্মাণ সংক্রান্ত সংস্থা সিপিডব্লুডি পুরো পরিকল্পনা রূপায়নের দায়িত্বে রয়েছে। কেন্দ্রের তরফেও পুরো পরিকল্পনা ও তার রূপায়নের জন্য বিশেষ দল গঠন করে দেওয়া হবে।

English summary
2022 Republic Day parade may be held on a “revamped” Rajpath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X