For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ সালের ছুটির দিনের তালিকা! পশ্চিমবঙ্গ ও দেশে 'পাবলিক হলিডে'র খোঁজখবর একনজরে

২০২১ সালের ছুটির দিনের তালিকা! পশ্চিমবঙ্গ ও দেশে 'পাবলিক হলিডে'র খোঁজখবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপর ২০২১ সাল। প্রসঙ্গত, বছরের ক্যালেন্ডার শুরু হতেই সকলের আগে চোখ যায় সেই বছরের ছুটির দিনে। আর বাঙালি নজরে রাখে দুর্গাপুজোর দিনক্ষণে! নতুন বছর ২০২১ সালে কোনকোন দিন পাবলিক (Public Holiday) হলিডে রয়েছে , তা নিয়ে কিছু তথ্য দেখা যাক ।

পশ্চিমবঙ্গে জানুয়ারি থেকে এপ্রিলের রাজ্য সরকারের ছুটি

পশ্চিমবঙ্গে জানুয়ারি থেকে এপ্রিলের রাজ্য সরকারের ছুটি

পশ্চিমবঙ্গ সরকারের তালিকা অনুযায়ী জানুয়ারির, ১ তারিখ ছুটি রয়েছে। ১২ তারিখ বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষ্যে ছুটি রয়েছে। এছাড়াও ২৩ তারিখ নেতাজী জন্ময়ন্তী ,২৬ তারিখ প্রজাতন্ত্র দিবসের ছুটি ঘোষিত। তবে ২৩ তারিখ শনিবার পড়েছে। এরপর ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, পুজোর বাড়তি ছুটি ১৭ ফেব্রুয়ারি, মার্চের ১১ তারিখ শিবরাত্রি, ২৯ মার্চ হোলির ছুটি রয়েছে, এপ্রিল মাসে ২,১৪,১৫ তারিখ সরকারি ছুটি ঘোষিত।

পাবলিক হলিডে (জানুয়ারি থেকে এপ্রিলের)

পাবলিক হলিডে (জানুয়ারি থেকে এপ্রিলের)

১,১৩ জানুয়ারির ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির ছুটি। এরপর রয়েছে ২০, ২৬ জানুয়ারির ছুটি। ফেব্রুয়ারির ১৬, ১৯,২৬,২৭, তারিখ পাবলিক হলিডে রয়েছে। ৮ মার্চ স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন, সেদিন পাবলিক হলিডে রয়েছে। এরপর ১১, ২৮, ২৯ ফেব্রুয়ারি ছুটি রয়েছে। এপ্রিল মাসের ২,১৩,২১,২৫ ছুটি রয়েছে।

পশ্চিমবঙ্গে মে থেকে অগাস্টের ছুটি

পশ্চিমবঙ্গে মে থেকে অগাস্টের ছুটি

পয়লা মের ছুটির পাশাপাশি রয়েছে, ১৪,২৬ তারিখ ছুটি। ইদ উল ফিতর উপলক্ষ্যে ছুটি রয়েছে ১৫ মে। এরপর ২১ জুলাই, ১৯ অগাস্ট ছুটি ঘোষিত। ১২ জুলাই সোমবার ছুটি ঘোষিত রথযাত্রা উপলক্ষ্যে। ১৩ জুলাইয়ের ছুটি কার্শিয়াং ও দার্জিলিংয়ে। ১৫ অগাস্ট রবিবার পড়েছে। এছাড়াও ১৯ ও ৩০ অগাস্ট ছুটি ঘোষিত। পয়লা মের ছুটির পাশাপাশি রয়েছে, ১৪,২৬ তারিখ ছুটি। ইদ উল ফিতর উপলক্ষ্যে ছুটি রয়েছে ১৫ মে। এরপর ২১ জুলাই, ১৯ অগাস্ট ছুটি ঘোষিত। ১২ জুলাই সোমবার ছুটি ঘোষিত রথযাত্রা উপলক্ষ্যে। ১৩ জুলাইয়ের ছুটি কার্শিয়াং ও দার্জিলিংয়ে। ১৫ অগাস্ট রবিবার পড়েছে। এছাড়াও ১৯ ও ৩০ অগাস্ট ছুটি ঘোষিত।

 পাবলিক হলিডে দেশের ক্যালেন্ডার অনুযায়ী মে থেকে অগাস্ট

পাবলিক হলিডে দেশের ক্যালেন্ডার অনুযায়ী মে থেকে অগাস্ট

মে মাসের ১,১৪,২৬ তারিখ রয়েছে ছুটি। জুলাই ১২, ২১ ছুটি। ১৫ অগাস্ট রবিবার। ১৯, ২১, ২২, ৩০ অগাস্টে ছুটি রয়েছে।

রাজ্যে দুর্গা পুজোর ছুটি ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ছুটি

রাজ্যে দুর্গা পুজোর ছুটি ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের ছুটি

সেপ্টেম্বরে বাংলায় কোনও সরকারি ছুটি নেই। অক্টোবরে ছুটি শুরু ২ তারিখে গান্ধী জয়ন্তী থেকে। এরপর ৬ অক্টোবর মহালয়ার ছুটি। দুর্গাপুজোর ছুটি ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর। লক্ষ্মীপুজোর ছুটি ২০ অক্টোবর বুধবার। মূলত রাজ্যে পুজোর ছুটি শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে। যা শেষ হচ্ছে ২২ অক্টোবর শুক্রবার। এরপর নভেম্বরের ৪ তারিখ কালীপুজো এবং ১৯ তারিখ গুরুনানকের জন্মদিন উপলক্ষ্যে ছুটি। কালী পুজোর অতিরিক্ত ছুটি ৫ নভেম্বর। আর ভাইফোঁটার ছুটি ৬ নভেম্বর। এরপর রয়েছে ছটপুজোর জন্য পরপর দুদিন ছুটি। সেগুলি হল ৯ ও ১০ নভেম্বর। ডিসেম্বরে ২৫ তারিখ ক্রিসমাসের ছুটি।

 সেপ্টেম্বরে বিনায়ক চতুর্থী দিয়ে ছুটির শুরু!

সেপ্টেম্বরে বিনায়ক চতুর্থী দিয়ে ছুটির শুরু!

দেশের পাবলিক হলিডের ক্যালেন্ডার বলছে, সেপ্টেম্বর ১০ তারিখে বিনায়ক চতুর্থী। সেদিন ছুটি। এরপর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। অক্টোবর ১৫ তারিখে বিজয়ার ছুটি। এরপর ১৯ অক্টোবর ছুটি, তারপর ৪, ৬১৯ নভেম্বর ছুটি। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটি।

'অপারেশন কমল'-এ অনুপ্রাণিত কংগ্রেস, এবার নিজেদের 'ওষুধ'-এর স্বাদ পেতে পারে বিজেপি! 'অপারেশন কমল'-এ অনুপ্রাণিত কংগ্রেস, এবার নিজেদের 'ওষুধ'-এর স্বাদ পেতে পারে বিজেপি!

English summary
2021 Holiday list in India , Check out the complete list and plan accordingly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X