২০২১-এর মহাকুম্ভে কোন চমক রাখতে চলেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার! প্রস্তুতি শুরু হরিদ্বারে
মাঝে মাত্র আর একটা বছর রয়েছে। তারপর বহু প্রতিক্ষিত মহাকুম্ভ ঘিরে চড়তে চলেছে উৎসবের পারদ। হিন্দু শাস্ত্রমতে ১২ বছরে দেশের ৪ টি নদী-তীর ধরে নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয় মহাকুম্ভমেলার স্থান। আর সেই প্রথা অনুযায়ী ২০২১ সালে মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে গঙ্গা তীরবর্তী হরিদ্বারে। তবে ২০২১ সালে কুম্ভমেলায় রয়েছে উত্তরাখণ্ড সরকারের বড় চমক।

কুম্ভ মেলা
হিন্দু শাস্ত্রে অন্যতম বড় পর্ব কুম্ভমেলা। প্রতি ১২ বছর অন্তর অন্তর এই মেলার স্থান পরিবর্তিত হয়। উত্তর প্রদেশের গঙ্গা তীরবর্তী প্রয়াগরাজ, উত্তরাখণ্ডে গঙ্গা তীরবর্তী হরিদ্বার, মহারাষ্ট্রে গোদাবরী তীরবর্তী নাসিক, শিপ্রা নদীর তীরবর্তী উজ্জয়িনী নগরীতে আয়োজিত হয় এই মহাকুম্ভ। আর সেই প্রথা অনুযায়ী ২০২১ সালে গঙ্গা তীরবর্তী হরিদ্বারে আয়োজিত হতে চলেছে আরও এক মহাকুম্ভ।

সরকারের কোন চমক মহাকুম্ভ ঘিরে
২০২১ সালের মহাকুম্ভ সম্পূর্ণ 'গ্রিন' করার উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। হাইড্রোকার্বন বেসড গাড়ি , এলইডি, এই মেলাকে উজ্জ্বল করতে চলেছে। বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহার করা হবে ' সোলার এনার্জি'। এমনই তথ্য উঠে আসছে প্রশাসনিক তরফে।

দূষণমুক্ত মহাকুম্ভ
২০২১ সালের মহাকুম্ভ আয়োজন ঘিরে এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে হরিদ্বারে। এই মেলাকে দূষণ মুক্তি করতে মেলা প্রাঙ্গনে রাখা থাকবে, ই-রিকশো,ই স্কুটার, ইলেক্ট্রিক বাস, ই-বাইক।

কত জন পূণ্যার্থীর সমাগমের সম্ভাবনা?
মনে করা হচ্ছে, আগামী ২০২১ সালে প্রায় ৫ কোটি ভক্তের সমাগম হতে চলেছে হরিদ্বারে। আর তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত স্থানীয় প্রশাসন। প্রায় ১০০ টি ড্রোন ও ১৫০০ টি সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে মেলা প্রাঙ্গনে।

ভিড় সামলাতে ব্যবস্থা
জানা গিয়েছে, ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সিসিটিভি ক্যামেরার সঙ্গে মেলা প্রাঙ্গনে থাকবে এলসিডি স্ক্রিন। তা থেকে পুলিশ প্রশাসনের সুবিধা বাড়বে বলে জানানো হয়েছে। এছাড়াও সোশ্য়াল মিডিয়াতেও হরিদ্বার পুলিশের সঙ্গে মহাকুম্ভ মেলা সম্পর্কে যোগাযোগ রাখতে পারবেন পূণ্যার্থীরা।