For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশে এক দফাতেই ভোট পর্ব সম্পন্ন হতে পারে কোন কোন রাজ্যে! একাধিক বিধানসভা নির্বাচন ঘিরে কোন ভাবনায় কমিশন

একুশে এক দফাতেই ভোট পর্ব সম্পন্ন হতে পারে কোন কোন রাজ্যে! একাধিক বিধানসভা নির্বাচন ঘিরে কোন ভাবনায় কমিশন

  • |
Google Oneindia Bengali News

ভোটের মাঝে হিংসা রুখে নিরাপদ ভোট গ্রহণ যেমন ২০২১ সালে কমিশনের কাছে চ্যালেঞ্জ তেমনই রয়েছে করোনা আবহে বিহারের পর আরও বেশ কয়েকটি রাজ্যে ভোট পর্ব। এমন এক অবস্থায় কমিশন কেরল থেকে পুদুচেরি ঘিরে কোন কোন বন্দোবস্ত নিতে চলেছে দেখা যাক।

এক দফাতেই ভোট পর্ব সাঙ্গ হতে পারে কোথায়?

এক দফাতেই ভোট পর্ব সাঙ্গ হতে পারে কোথায়?

শোনা যাচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও রাজ্য নিরাপত্তার দিকে নজর রেখে কমিশন তামিলনাড়ু ও কেরলে একটি দফাতেই ভোট করার পরিকল্পনা করছে। ফলে সেখানে একটি দফাতেই ভোট হয়ে গণনা পর্বের দিকে পরিস্থিতি যেতে পারে। তবে কোনও ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।

অসমে কী ঘটতে পারে?

অসমে কী ঘটতে পারে?

শোনা যাচ্ছে অসমের ক্ষেত্রে ২ থেকে ৩ দফায় ভোট গ্রহণ হতে পারে। উল্লেখ্য, এই অসমেই এনআরসি থেকে শুরু করে সিএএ ঘিরে প্রবল আন্দোলন দেখা গিয়েছে গত বছরে। গোটা অসম সেই বিক্ষভের আগুনে বিপর্যস্ত হয়। এমন পরিস্থিতিতে অসমের দিকে তাকিয়ে কমিশন কোন পথে হাঁটে সেদিকে তাকিয়ে দেশ।

পুদুচেরিতে কত দফায় ভোট?

পুদুচেরিতে কত দফায় ভোট?

জানা গিয়েছে, পুদুচেরিতে সম্ভবত কমিশন ১ দফায় ভোট করতে পারে। এই বিষয়টি নিয়েও এখনও সেভাবে চূড়ান্ত সিদাদ্ধান্ত আসেনি কমিশনের তরফে। তবে বিভিন্ন রকমের ভাবনা চিন্তা আপাতত কমিশনের অন্দরে রয়েছে। তবে ১২ ফেব্রুয়ারি নাগাদ পুদুচেরিতে কমিশনের কার্তাদের সফরের পরই বিষয়টি চূড়ান্ত হবে।

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট?

পশ্চিমবঙ্গে কত দফায় ভোট?

পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ নিয়ে যেমন প্রশ্ন থাকছে, তেমনই কমিশন সূত্রের খবর রাজ্যে ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে। এমনই তথ্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও, কমিশনের তরফে এতে কোনও শিলমোহর পড়েনি এখনও।

 ফাইনাল কল আসবে ১৫ ফেব্রুয়ারি!

ফাইনাল কল আসবে ১৫ ফেব্রুয়ারি!

এখনও পর্যন্ত যা খবর , তাতে ১৫ ফেব্রুয়ারির মধ্যে কমিশনের তরফে ভোটের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত ভাবনা চলে আসতে পারে। তবে তার আগে কয়েকটি রাজ্যে কমিশনের সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন বলে খবর। কেরল ও তামিলনাড়ুতে কমিশনের কার্তারা খুব শিগগির সফরের পরই এবার ভোটের নির্ঘণ্ট বেজে উঠতে পারে।

 সিপিএম-কংগ্রেস-বিজেপির আন্ডারস্ট্যান্ডিং! মালদহে ভোট ভাগাভাগি নিয়ে 'সরব' মমতা সিপিএম-কংগ্রেস-বিজেপির আন্ডারস্ট্যান্ডিং! মালদহে ভোট ভাগাভাগি নিয়ে 'সরব' মমতা

English summary
2021 Assembly Election in India, know how election commission is proceeding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X