For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ বাজেট: কাশ্মীর কী পেল দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের ২য় বাজেটে! একনজরে তথ্য

  • |
Google Oneindia Bengali News

'মেরা বতন নওজওয়ানকে গরম খুন জ্যায়সা '.... পণ্ডিত দীনানাথ কউলের এই কবিতার লাইন ধরে শুরুর দিকের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে, দ্বিতীয় মোদী সরকারের একাধিক পদক্ষেপের প্রশংসাবাক্য উঠে আসে নির্মলা সীতারমনের পেশ করা বাজেট থেকে। এই নিয়ে দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করলেন নির্মলা । আর তাতে উল্লেখ যোগ্যভাবে উঠে এলো কাশ্মীর প্রসঙ্গ। ৩৭০ ধারা অবলুপ্তির পর নতুন এই কেন্দ্র শাসিত অঞ্চলগুলি কী পেল , দেখে নেওয়া যাক।

জম্মু ও কাশ্মীর জন্য কী বরাদ্দ হল?

এদিন নির্মলা সীতারমন জানিয়ে দেন যে, সরকার নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং নিয়ে সরকার সমস্ত রকমের সমর্থন জানাতে প্রস্তুত। আর সেই জন্য ২০২০ -২১ আর্থিক বছরে ৩০,৭৫৭ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেন নির্মলা সীতারমন। এই আর্থিক বরাদ্দ কেবলমাত্র জম্মু ও কাশ্মীরের জন্য।

লাদাখের জন্য কত বরাদ্দ হল?

লাদাখের জন্য কত বরাদ্দ হল?


অন্যদিকে, লাদাখের জন্য ৫,৯৫৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগাস্ট সংসদে ঐতিহাসিক ঘোষণায় স্বরাষ্ট্রমন্তিরি অমিত শাহ কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বার্তা যেমন দেন,তেমনই একই দিনে জম্মু ও কাশ্মীরকে একদিকে রেখে, লাদাখকে অন্যদিকে রেখে, দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেন। আর সেই মর্মেই এদিন এই দুটি ভিন্ন কেন্দ্র শাসিত অঞ্চ পেয়েছে নয়া বরাদ্দ।

কাশ্মীরের কবিতা পাঠ!

কাশ্মীরের কবিতা পাঠ!

এর আগে এদিন নির্মলা সীতারমন সংসদে পাঠ করেন । কাশ্মীরি পণ্ডিত তথা কবি দীনানাথের একটি কবিতায় দেশাত্মবোধের কথা তুলে ধরেন। যে কবিতার মানে, আমাদের দেশ একটা ফুলের বাগানের মতো৷ আমাদের দেশ ডাল লেকে পদ্ম ফুল যেমন ফোটে সেরকম৷ যুবকদের গরম রক্তের মতো৷ আমার দেশ, তোমার দেশ, আমাদের সবার দেশ পৃথিবীর সবথেকে সুন্দর দেশ৷ উল্লেখ্য, কাশ্মীর যে বিজেপি সরকারের গুরুত্বের জায়গা কতটা দখল করে রেখেছে তা নির্মলা সীতারমনের এই পদক্ষেপই বুঝিয়ে দিয়েছে।

English summary
Union Budget 2020, Nirmala Sitharaman may present bidget eying 5 trillion economy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X