নতুন বছরে রিলায়েন্স জিও দিচ্ছে দারুণ অফার, অফুরান কথা বলুন ২০২০–তে
ভারতের একমাত্র লাভজনক সংস্থা রিলায়েন্স জিয়ও ইংরেজি নতুন বছর উপলক্ষে আকর্ষণীয় অফার দিচ্ছে। জানা গিয়েছে, জিওর যাঁরা ইতিমধ্যেই গ্রাহক, তাঁরা ২০২০ টাকা দিয়ে রিচার্জ করলে, আগামী এক বছরের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা ছাড়াও পাবেন আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস।

নতুন গ্রাহকদের জন্যও অফার রয়েছে রিলায়েন্স জিওর। নতুন জিও ফোনের সেটের সঙ্গে ১২ মাসের পরিষেবা মিলবে ২০২০ টাকাতেই। এই স্কিমে প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। সেইসঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস। জিওর তরফে সোমবার '২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকেই নয়া অফারের সুযোগ মিলবে। এর পাশাপাশি, রিয়ালেন্স জিও ১২৯৯ টাকার অফারও দিচ্ছে গ্রাহকদের জন্য। এই প্ল্যানও একবছরের জন্য। এই প্ল্যানে রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কল এবং ১২০০ মিনিট অন্য কলে বিনামূল্যে কথা বলার জন্য। প্রত্যেক বছর ২৪ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর আগে দিওয়ালিতে অফার দিয়েছিল মুকেশ আম্বানির এই সংস্থা।
গত অক্টোবরেই মুকেশ আম্বানির সংস্থা ফোর–জি ফিচার ফোন দিচ্ছিল ১,৫০০ টাকা থেকে ৬৯৯ টাকায়। ২জি ও ৩জি থেকে গ্রাহকদের ফোর–জিতে নিয়ে আসাই লক্ষ্য ছিল মুকেশ আম্বানির সংস্থার। সেপ্টেম্বর পর্যন্ত ৭ কোটি জিও ফোন হ্যান্ডসেট বিক্রি হয়েছে। দিওয়ালিতে ৭০০ টাকার রিচার্জে অতিরিক্ত ডেটাও দিয়েছে জিও।