২০২০ মকর সংক্রান্তি কখন পড়ছে! কোন রাজ্যে কী কী উৎসব পালিত হতে চলেছে
বছরের প্রথম রাজকীয় উৎসব মকর সংক্রান্তি। দেশের বিভিন্ন অংশে এই উৎসব ঘিরে শুরু হয়েছে সাজো সাজো রব। পৌষের শেষ লগ্নের এই উৎসব ভারতীয় সংস্কৃতিতে একটি প্রাসঙ্গিক বিষয়। অসম থেকে অন্ধপ্রদেশ, পাঞ্জাব থেকে তামিলনাড়ু পর্যন্ত মকর সংক্রান্তি উপলক্ষ্যে রয়েছে একাধিক উৎসবের আয়োজন। একনজরে দেখে নেওয়া যাক উৎসবের আবহে কী কী ঘটতে চলেছে।

মকর সংক্রান্তির সময়
মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি রাত ০২:০৭ মিনিটে। আর তা শেষ হবে ১৫ জানুয়ারি বিকেল ৫:৪৫ মিনিটে। এরমধ্যে পূণ্যকালের তিথি শুরু হবে বুধবার সকাল ৭:১৫ মিনিট থেকে।

সংক্রান্তি ও পুরাণ
পৌরাণিক মতে দেবতাদের দিন শুরু হয় পৌরণিক মতে উত্তরায়নের সঙ্গে সঙ্গে দেবতাদের দিন শুরু হয়। আর দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে দেবতাদের রাত্রি শুরু হয়। আর সেই দীর্ঘ রাত্রি কাটিয়ে দেবতারা দিনে প্রবেশ করার সময়টিকে হিন্দু শাস্ত্র মতে ধুমধাম সহকারে পালন করা হয়।

কোন রাজ্যে কী কীভাবে পালিত হয় মকর সংক্রান্তি
অন্ধ্রপ্রদেশে এমন দিনে পালিত হবে পেড্ডা পাণ্ডুগা,কর্ণাটক পালন করবে মকর সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল পালিত হবে। অন্যদিকে, উত্তরপূর্বের অসম পালন করবে বিহু। মেঘা বিহুতে মেতে উঠছবেন অসমীয়ারা। পাঞ্জাবে পালিত হবে ফসল কাটার অনুষ্ঠান লোহরি।

মকর সংক্রান্তিতে মূলত বসন্তকে আহ্বানের উৎসব
মকর সংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্তে ফসল কাটার উৎসব হিসাবে বিবেচিত হয়। তবে বসন্তকে আহ্বান করার উৎসব হিসাবেও মকর সংক্রান্তি বিভিন্ন জায়গায় পালিত হয়। অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে সেদিব কুম্ভ মেলার আয়োজনে মাততে চলেছেন মানুষ। সূর্যের উত্তরায়ণ ঘিরে পালিত হবে এই কুম্ভমেলা।