For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ আসন্ন! জানুন দিন,ক্ষণ, সময়

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের শেষে সূর্যগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় ছিল গোটা দেশ। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সূর্যগ্রহণের দৃশ্য দেখতে চেয়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপর, ২০২০ সালে পা রাখতেই আসতে চলেছে বছরের প্রথম 'গ্রহণ'। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২০২০ সালে আসছে জানুয়ারি মাসেই! একনজরে দেখে নেওয়া যাক এই গ্রহণের সময়, তারিখ , দিনক্ষণ।

 ২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ

২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ

২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে জানুয়ারির ১০ তারিখে। গোটা বছরে মোট ৪ টি চন্দ্রগ্রহণ হতে চলেছে ২০২০ সালে। তারমধ্যে প্রথমটি হবে ১০ জানুয়ারি। চন্দ্র ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসলেই সংগঠিত হয় এই গ্রহণ। আর সেই ঘটনাই ১০ জানুয়ারি ঘটতে চলেছে।

 'উলফ মুন' ও সময়

'উলফ মুন' ও সময়

জানুয়ারি মাসের চন্দ্রগ্রহণকে 'উলফ মুন' নামে চিহ্নিত করা হয়। এবারের চন্দ্রগ্রহণ ৪ ঘণ্টার জন্য স্থায়ী হবে। ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিট থেকে ২:৩০ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ। মনে করা হচ্ছে, এই গ্রহণ ৯০ শতাংশ ঢেকে দেবে চাঁদকে।

 কোন কোন জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ?

কোন কোন জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ?

১০ জানুয়ারির চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা থেকেও দেখা যাবে এই গ্রহণ। এমনকি দক্ষিণ গোলার্ধের অস্ট্রেলিয়া থেকেও এই গ্রহণ দেখা যাবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই গ্রহণ দেখা যাবে না।

বছরের বাকি দিনগুলিতে কবে রয়েছে চন্দ্রগ্রহণ?

বছরের বাকি দিনগুলিতে কবে রয়েছে চন্দ্রগ্রহণ?

২০২০ সালে ৫ জুলাই , ৫ জুন, ৩০ নভেম্বর রয়েছে বাকি চন্দ্রগ্রহণ। তার মাঝে বিভিন্ন সময়ে রয়েছে একাধিক সূর্যগ্রহণ। সবমিলিয়ে বছরের প্রথম থেকেই গ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহল শুরু হয়েছে জ্যোর্তিবিজ্ঞানী মহলে।

English summary
2020 Lunar Eclipse on January 10, Details about first celestial.As the world entered the year 2020, it has brought a celestial treat for the skywatchers. There will be four lunar eclipses that will occur this year. Of the four lunar eclipses that are going to occur this year, the first one will take place on January 10.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X