For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ৭০ এ ৭, কংগ্রেসের শূন্য 'হাত'! ট্রোল-মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে

বিজেপি ৭০ এ ৭, কংগ্রেসের 'শূন্য' হাত! ট্রোল-মিমের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস শূন্য 'হাত' এ ফিরেছে। আর বিজেপি ৭০ টি আসনের মধ্যে ৭ টি আসন দখলে রাখতে পেরেছে। এমন ফলাফল উঠে এসেছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে। আর সেই নির্বাচনই তাক লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া জুড়ে কী কী ট্রোল আর মিম উঠে এলো দেখে নেওয়া যাক।

'জিরো'

সকাল থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যেতে থাকে। আর তা নিয়ে রাহুল গান্ধী ও ফিল্ম 'জিরো' নিয়ে এই ট্রোলটি আসে সামনে।

'রেজাল্ট নিচে সে দেখো'

'থ্রি ইডিয়টস' এর বিখ্যাত একটি দৃশ্যের ছবি পোস্ট করে অনেকেই কংগ্রেসের অবস্থান ব্যাখ্যা করেছেন। যেখানে কংগ্রেসকে নির্বাচবের ফলাফল নিচে থেকে দেখতে বলা হয়েছে।

আম আদমি পার্টির অবস্থা নিয়ে টুইট

আম আদমি পার্টির কর্মীদের আনন্দের অবস্থা নিয়েও এদিন অনেকেই মিম পোস্ট করেন।

কংগ্রেসের অবস্থা

অনেকেই কংগ্রেসের দিকে তোপ দেগে 'কাল হোন না হো' ছবিতে শাহরুখের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা নো হয় শাহরুখ একটি কালো ডায়রি খুলে অনেক কিছু পড়ছেন। অথচ দেখা যায় কালো ডায়রিতে কিছুই লেখা নেই।

পদ্ম পরিষ্কারে কেজরি!

একটি টুইটে দেখা যায়,পদ্ম পরিষ্কার করছেন কেজরিওয়াল । আর সেই পদ্ম দিল্লির রাস্তায় গেট অফ ইন্ডিয়ার সামনে থেকে পরিষ্কার করতে দেখা যায় কেজরিকে। গোটা ভাবনাটিই একটি কার্টুন চিত্রে প্রকাশ করা হয়।

মোদীর পরিস্থিতি কী রকম?

বিশ্বকাপ ক্রিকেটে এক পাকিস্তানি সমর্থকের ছবি আচমকাই ভাইরাল হতে শুরু করে। আর সেই ছবির সঙ্গে নরেন্দ্র মোদীর সাম্প্রতিক একটি ছবি পোস্ট করে শুরু হয়েছে এই মিম আর ট্রোল।

English summary
2020 Delhi poll results , Troll and Meme on flood in soacial media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X