For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে 'ঝাড়ু' ঝড়ে 'পদ্ম' সাফ! বিজেপির অস্ত্রেই বিজেপিকে কিভাবে মাত দিয়েছে কেজরিওয়ালরা

দিল্লিতে 'ঝাড়ু' ঝড়ে'পদ্ম' সাফ! প্রশান্তকে নিয়ে বিজেপির অস্ত্রেই বিজেপিকে কিভাবে মাত দিয়েছেন কেজরিওয়াল

  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন 'কাজের' জন্যই তাঁকে ভোট দেবেন মানুষ। তবে শুধুই কি 'কাজ'-এর জেরে ভোটের হাওয়া নিজের দিকে করতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল? বিশ্লেষকদের দাবি, প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে ঝাঁঝালো সোশ্যাল মিডিয়া প্রচার চালিয়েছে আম আদমি পার্টি। কাজ- প্রচারের যুগলবন্দিতে কোন কোন খাতে বিজেপিতে আম আদমি পার্টি মাত দিয়েছে দেখে নেওয়া যাক।

আম আদমি পার্টি ও নির্বাচন

আম আদমি পার্টি ও নির্বাচন

এখনও পর্যন্ত দিল্লির বুকে ৬ টি নির্বাচনে অংশ নিয়েছে আম আদমি পার্টি। দুটি লোকসভা নির্বাচন , ৩ টি বিধানসভা নির্বাচন সেই তালিকায় রয়ে গিয়েছে। আর রয়েছে একটি পুর নির্বাচন। তবে ৬ টি নির্বাচনের মধ্যে এই প্রথমবার প্রশান্ত কিশোর ও তাঁর আইপ্যাককে সঙ্গে নিয়ে এগিয়েছেন কেজরিওয়াল। যে প্রশান্ত কিশোরের সাফল্যের হার মোদী থেকে শুরু করে নীতীশ কুমার , অমরিন্দর সিং পর্যন্ত বিস্তৃত। আর সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তৃণমূল ও তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে হাত মিলিয়েছেন প্রশান্ত।

নভেম্বর থেকে প্রচার পর্ব শুরু হয়েছিল!

আম আদমি পার্টি সূত্রে খবর, গত বছরের নভেম্বর থেকে প্রচার পর্বের আসল কাজ শুরু করেছিল পার্টি। সেই সময় ৩.৫ মিলিয়ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছিল আপ। তৈরি করা হয়েছিল কেজরিওয়ালের রিপোর্ট কার্ড। যাতে লিপিবদ্ধ করা ছিল, কী কী 'কাজ' কেজরিওয়াল করেছেন দিল্লির জন্য।

জন সমর্থন ঘিরে কোন গেমপ্ল্যান

জন সমর্থন ঘিরে কোন গেমপ্ল্যান

জানা যায়, দিল্লির বিভিন্ন বাড়িতে গিয়ে কেজরি শিবির সেই রিপোর্ট কার্ড অনুযায়ী বাসিন্দাদের দেখাতে থাকেন ,যে কেজরিওয়াল কী কী কাজ করেছেন। সেই সঙ্গে সকলের সঙ্গে আপ কর্মীরা নিজেরা কথা বার্তা বলে জনসংযোগের কাজ শুরু করেন। এমনকি কেজরিওয়াল নিজেও এমন প্রচারে যান। জনতার তরফে বিভিন্ প্রশ্ন তিনি শোনেন আর তার উত্তর দেন। আপের অন্দর মহলের দাবি, এই প্ল্যানই কার্যকরী হয়ে গিয়েছে।

'ব্র্যান্ড একে' থেকে 'লগে রহো কেজরিওয়াল' স্লোগান

'ব্র্যান্ড একে' থেকে 'লগে রহো কেজরিওয়াল' স্লোগান

জনসংযোগে শুধুমাত্র মনোনিবেশ করেনি আপ শিবির। প্রচারে যুক্ত হয়েছে বলিউডের গ্ল্যামার ফ্যাক্টারও। বলিউডের বিশাল দাদালানিকে দিয়ে স্লোগান-গান বানিয়ে 'লগে রহো কেজরিওয়াল' ভাইরাল করে দেয় আপ শিবির। স্থানীয় মিটিং থেকে রোড শো, প্রায় ৮০০০ জায়গায় এই গান বাজানো হয়। 'ব্র্যান্ড একে' কে তুলে ধরতে গানের সঙ্গে নাচকেও 'ছক' এর বাইরে রাখেনি প্রশান্ত কিশোরের আই প্যাক। দিল্লির জনতার নজর সর্বোতভাবে কাড়তে কোনও অংশ বাদ দেওয়া হয়নি।

বিজেপির অস্ত্রে বিজেপিকে মাত

বিজেপির অস্ত্রে বিজেপিকে মাত

একদিকে আম আদমি পার্টি র অঙ্কিত লাল অন্যদিকে ২৩ বছরের পুনের মিডিয়া স্টাডিজের ছাত্র অভিজিত দীপকে ,এই দুজনের যুগলবন্দিতে আম আদমি পার্টি সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিজেপি নেতাকে মিমি , ট্রোল করে বিজেপির জোরালো অস্ত্র সোশ্যাল মিডিয়াতেই বিজেপিকে মাত দিয়েছে কেজরি শিবির।

বিজেপির 'প্রচার বিতর্ক'কে কাজে লাগানো

বিজেপির 'প্রচার বিতর্ক'কে কাজে লাগানো

বিজেপির প্রচারে বারবার কেজরিওয়ালকে 'সন্ত্রাসবাদী' তকমা দিয়ে একাধিক ক্ষেত্রে তোপ দাগা হয়েছে। আর সেটিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে পাল্টা প্রচারে আপ বলেছে, 'বিজেপির কথায় বিশ্বাস রাখলে আপকে ভোট দেবেন না।.. ' এমন নেতিবাচক মন্তব্য যে ইতিবাচকভাবে আপারে পক্ষে বুমেরাং হয়ে আসবে ,সেটা আঁচ করতে পেরেছিল কেজরি শিবির। এজন্য 'আবেগ' সঙ্গে নিয়ে চলেছে আপের প্রচার পর্ব।

 আগ্রহ -আকর্ষণ জিইয়ে রাখা..!

আগ্রহ -আকর্ষণ জিইয়ে রাখা..!

১৯ জানুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল আম আদমি পার্টির ইস্তেহার। সেদিন সেটি প্রকাশ না করে, অন্যদিন তা প্রকাশ করা হয়। আর ১৯ জানুয়ারি প্রকাশিত হয়ে যায় আম আদমি পার্টির গ্যারান্টি কার্ড। ফলে ইস্তেহার ঘিরে মানুষের আগ্রহ জিইয়ে রাখাও প্রচার জিইয়ে রাখার নামান্তর বলে মনে করা হচ্ছে।

English summary
2020 Delhi poll results ,How Aam Admi Party planned its poll campiagn.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X