For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনবাগ এলাকায় ভোট গণনা ঘিরে বিভ্রান্তি! আপের আমানাতুল্লাহ বনাম ব্রহ্ম সিং যুদ্ধ তুঙ্গে

শাহিনবাগ এলাকায় ভোট গণনা ঘিরে বিভ্রান্তি! আপের আমানাতুল্লাহ বনাম ব্রহ্ম সিং যুদ্ধ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনে কালকাজি থেকে নিউ দিল্লি, মডেল টাউন এলাকা ঘিরে গোটা দেশের রাজনীতির নজর রয়েছে। এভাবেই দিল্লির একাধিক জায়গায় কোন পার্টি কোন পরিস্থিতিতে রয়েছে সেদিক নিয়ে অধীর অপেক্ষায় চোখ রাখছে রাজনৈতিক মহল। আর নাগরিকত্ব ইস্যু নিয়ে সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তাল হয়ে ওঠে শাহীনবাগ। আর সেই শাহীনবাগ এলাকায় ভোটঅঙ্ক কার দিকে ঝুঁকে রইল , দেখে নেওয়া যাক।

আমানাতুল্লাহ খানের ভোট ঘিরে বিভ্রান্তি!

আমানাতুল্লাহ খানের ভোট ঘিরে বিভ্রান্তি!

শাহিনবাগ এলাকার এখলা কেন্দ্র থেকে আম আদমি পার্টির নেতা আমাতুল্লাহ খান প্রার্থী হয়েছেন। তাঁর সঙ্গে সেখানে হাডাহাড্ডি লড়াই চলছে বিজেপির ব্রহ্ম সিংয়ের। তবে আমাতুল্লাহর দাবি তিনি এগিয়ে রয়েছেন সেই কেন্দ্রে। আর নির্বাচন কমিশনের সাইটে তাঁকে 'পিছিয়ে' রয়েছেন বলে দেখানো হচ্ছে। ঘটনা ঘিরে বিভ্রান্তি খানিকটা দানা বাঁধতে থাকে।

আমানাতুল্লাহর ভোট কত পড়েছে?

জানা গিয়েছে, আমানাতুল্লাহ খানের পক্ষে ভোট পড়েছে প্রথম ৫ রাউন্ডের শেষে ২২০০০টি ভোট। আর ১১ রাউন্ডের শেষে তা দাঁড়ায় ৬৫৫৪৬টি ভোট। এমন তথ্য টুইটারে প্রকাশ করেন আমানাতুল্লাহ নিজেই।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াাইয়ের পর জানা যাচ্ছে শাহিনবাগ এলাকার ওখলায় এগিয়ে ছিলেন বিজেপির ব্রহ্ম সিং। তবে তাঁর সঙ্গে আম আদমি পার্টির আমানাতুল্লাহর ব্যবধান কয়েক'শো ভোটের। আর তার প্রেক্ষিতেই চলেছে হাড্ডাহাাড্ডি লড়াই। তবে এই ভোট যুদ্ধে শেষ হাসি হেসেছেন আমানাতুল্লাহই। তিনি জয়ী হিসাবে ঘোষিত হন।

English summary
2020 Delhi election results, confusion over Shaheen Bagh's counting and Amanatullah's vote .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X