২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে কোন কোন জায়গা থেকে! 'রিং অফ ফায়ার' ঘিরে চড়ছে কৌতূহল
২০১৯ সালকে বিদায় জানাবার সময়েই উপস্থিত হতে চলেছে দশকের শএষ সূর্যগ্রহণ। দুবাইয়ের বুকে ১৭২ বছর পর এই 'রিং অফ ফায়ার' কে দেখবার জন্য রীতিমতো উৎসাহী বিশ্ব জোড়া মানুষ। এমন এক সূর্যগ্রহণে চাঁদের ছায়া ঢেকে দেবে সূর্যকে। আর তারপরই দেখা যাবে সেই বহু প্রতিক্ষিত মহাজাগতিক ঘটনা।

কলকাতায় কী দেখা যাবে এই সূর্যগ্রহণ?
৩ বছর পর ফের একবার কলকাতা দেখতে চলেছে সূর্যগ্রহণ। টানা ৩ ঘণ্টা ধরে চলতে থাকা এই আংশিক সূর্যগ্রহণ শুধু কলকাতা নয় , দেখা যাবে দার্জিলিং ও কোচ বিহার থেকেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগামী ২৬ ডিসেম্বর দেখা যেতে চলেছে এই সূর্যগ্রহণ।

কোথা থেকে দেখা যাবে এমন সূর্যগ্রহণ?
ভারতের দক্ষিণাংশ থেকে এই সূর্যগ্রহণ খুব স্পষ্ট দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতের কোঝিকোড ও কোয়েম্বাটুর থেকে এই দৃশ্য পরিস্কার আকাশে খুবই স্পষ্ট দেখা যাবে।

২৬ ডিসেম্বর ক'টার সময় হবে এমন সূর্যগ্রহণ?
২৬ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ শুরু হবে সেদিন সকাল ৮:১৭ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। আর তা ছাড়বে বেলা ১০:৫৭ মিনিটে। সেদিন সকালে গ্রহণ প্রথম 'লোকেশন' এ ধরা দেবে ভারতীয় সময় ৭:৫৯ মিনিট নাগাদ।

' রিং অফ ফায়ার' কী?
১৭২ বছর পর আরব এমন বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। শেষবার ১৯৪৭ সালে এমন দৃশ্য দেখা গিয়েছিল দুবাইতে এবার ফের একবার সেই ইতিহাসকে বাস্তবে দেখবার পালা। চাঁদের ছায়া সূর্যকে ঢাকলে যে আলোর রেখা তৈরি হয়। তা দিয়েই তৈরি হয় 'রিং অফ ফায়ার'।