২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন : রাজনৈতিক মানচিত্র জেনে নিন একনজরে
মারাঠাভূমে রাজ্য নির্বাচন। ২০১৯ এর ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন ঘিরে মহারাষ্ট্রে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে। বিজেপি, কংগ্রেস, এনসিপি, শিবসেনা, নবনির্মাণ সেনা সহ একাধিক জাতীয় ও আঞ্চলিক দলের মধ্যে আগামী কাল রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াই দেখতে চলেছে মহারাষ্ট্র। বিজেপির মতো সর্বভারতীয় পার্টি, নাকি শিবসেনার মতো আঞ্চলিক দল , মারাঠাভূম এখনও কোন দিকে ঝুঁকে? নাকি, গেরুয়া শিবির প্রত্যাখ্যান করে দেশের মোদী শিবিরকে কড়া বার্তা দিতে পারে মহারাষ্ট্র? তার উত্তর অবশ্য মিলবে আগামী ২৪ অক্টোবর ভোটের ফলাফলে। একনজরে তার আগে দেখে নেওয়া যাক এই হাইভোল্টেজ ভোট ঘিরে কিছু তথ্য।

মহারাষ্ট্রের নির্বাচন ও আঞ্চলিক দল
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আঞ্চলিক শক্তি হিসাবে উঠে আসছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও শিবসেনা। ঠাকরে পরিবারের একচ্ছত্র ক্ষমতা কোন 'সেনা'র হাত ধরে টিকে থাকে মহারাষ্ট্রে, তার লিটমাস টেস্ট ২১ এ অক্টোবর হবে, রাজ বনাম উদ্ধবের ভোট যুদ্ধে।

পরিসংখ্যান ও নির্বাচন
মোট ২৮৮ টি আসনে মহারাষ্ট্রে নির্বাচন হতে চলেছে আগামীকাল।এই বিধানসভা নির্বাচনে সবচেয়ে ছোট কেন্দ্র ধারাবি। ও সবচেয়ে বড় কেন্দ্র আহেরি।

সবচেয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্র (জন সংখ্য়ার বিচারে)
মহারাষ্ট্র নির্বাচনে জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট কেন্দ্র ওয়ার্ধা।আর সবচেয়ে বড় কেন্দ্র প্যানভেল। যার জনসংখ্যা, ১২৪৩২৬০০০।

প্রার্থী সংখ্যা ও মহারাষ্ট্র নির্বাচন
২০১৯ সালের মহারাষ্ট্র নির্বাচনে পুরুষ প্রার্থী সংখ্যা ৩০০১ জন। এখানে মহিলা প্রার্থীর সংখ্যা ২৩৫। ভোটে লড়ছেন, বিএসপির ২৬১ জন, বিজেপির ১৬৪ জন , সিপিআইয়ের ১৬ জন,সিপিআইএম এর ৮ জন। কংগ্রেসের ১৪৭ জন, এমএনএস এর ১০১ জন, এনসিপির ১২১, শিবসেনার ১২৬ জন। নির্দল হিসাবে লড়চেন ১৪০০ জন।