For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র নির্বাচন ২০১৯: রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে কোন কেন্দ্রগুলিতে! একনজরে মারাঠা ভোটযুদ্ধ

২৮৮ টি আসনে ভোটের লড়াই ঘিরে সরগরম মারাঠা

  • |
Google Oneindia Bengali News

২৮৮ টি আসনে ভোটের লড়াই ঘিরে সরগরম মারাঠা বিধানসভার ভোট-সমর। ইতিমধ্যেই দেশের অন্যতম বৃহৎ এই রাজ্যের দখল ঘিরে মুখিয়ে রয়েছে বিজেপি ও অবিজেপি দলগুলি। কংগ্রেস সহ বিরোধীদের কাছে এটি 'মান বাঁচানো'র বড় সুযোগ, অন্যদিকে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরও মোদী সুনামি টিকিয়ে রাখার চ্যালেঞ্জ রয়েছে বিজেপির সামনে। আর এমন রাজনৈতিক প্রেক্ষাপটে আপাতত মারাঠি শিঙা সুর চড়িয়েছে ধুন্ধুমার ভোট-পার্বণ ঘিরে। একনজরে দেখে নেওয়া যাক, আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোন কোন কেন্দ্রগুলিতে চোখ থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

 ওরলি

ওরলি

২১ অক্টোবর মহারাষ্ট্রে ভোট, আর ২৪ অক্টোবর ফলাফল ঘোষণা। তার আগে থেকে পারদ চড়ছে মহারাষ্ট্রের ওরলি কেন্দ্র ঘিরে। সেখানে শিবসেনা প্রধান উদ্ধবপুত্র আদিত্য লড়তে চলেছেন পার্টির তরফে। ঠাকরে পরিবারের আদিত্যই প্রথম সদস্য যিনি ভোটে অংশ নিতে চলেছেন।

কোথরুদ

কোথরুদ

মহারাষ্ট্রে বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল লড়ছেন এই কেন্দ্র থেকে। যাঁকে 'বহিরাগত' তকমা দিয়ে ব্যাকফুটে রাখতে চাইছে বিরোধী শিবির। তাঁর বিরুদ্ধে রয়েছেন এমনএনএস এর কিশোর শিন্ডে।

পারলি

পারলি

২০১৪ সালে এই কেন্দ্রে বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডের সঙ্গে যুযুধান লড়াই চলেছিল এনসিপি-র ধনঞ্জয় মুন্ডের। এইবারও এই কেন্দ্র রয়েছে নজরে । তার নেপথ্যে ফের রয়েছে বিজেপি-এনসিপি লড়াই।

কঙ্কভালি

কঙ্কভালি

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের পুত্র নীতিশ রাণে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে লড়ছেন। শেষবার তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, যা ভালোভাবে নেয়নি শিবসেনা। ফলে এবার শিবসেনার সঙ্গে যুযুধান লড়াইয়ে রয়েছেন নীতেশ রাণে।

নাগপুর সাউথ

নাগপুর সাউথ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কেন্দ্র নাগপুর সাউথ। এই কেন্দ্রে কংগ্রেসের আশিস দেশমুখের সঙ্গে লড়াই করতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ ।

কারাদ সাউথ

কারাদ সাউথ

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে এই কেন্দ্রে লড়াইতে থাকছেন বিজেপির অতুল ভোঁসলে।

 ভোকার

ভোকার

বিজেপির বাপুসাহেব গোরেথকারের সঙ্গে কংগ্রেস নেতা অশোক চভনের লড়াই দেখা যাবে এই কেন্দ্রটিতে। বরাবরের কংগ্রেসের আঁতুর ঘর ভোকার এবার বিজেপির দখলে আসে কি না তা নিয়ে রয়েছে জল্পনা।

মুম্বই-কালওয়া

মুম্বই-কালওয়া

মুম্বই-কালওয়া কেন্দ্রে এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ এই কেন্দ্রের জয়ী বিধায়ক। অন্যদিকে, অভিনেত্রী দীপালি জাহাঙ্গিরকে এই কেন্দ্রে তুরুপের তাস করতে চেয়েছে শিবসেনা।

 সঙ্গামনের

সঙ্গামনের

মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট এই কেন্দ্রে শিবসেনার সাহেব রাও নাভালের সঙ্গে লড়তে চলেছেন। কংগ্রেসের আঁতুরঘর এই কেন্দ্র এবারেও একইভাবে নিজের ঘর বাঁচাতে পারে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।

English summary
2019 Maharashtra assembly Poll, key constituencies and intersting political battle .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X