For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনী মঞ্চ কাঁপালেন কারা! 'ডাহা ফেল'-র তালিকায় আছেন কোন হেভিওয়েটরা

দুই রাজ্যের নির্বাচন ঘিরে রীতিমতো তপ্ত ছিল লোকসভা ভোট পরবর্তী ভারতীয় রাজনীতি। এদিন মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে গোটা দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর ছিল এই দুই রাজ্যে।

  • |
Google Oneindia Bengali News

দুই রাজ্যের নির্বাচন ঘিরে রীতিমতো তপ্ত ছিল লোকসভা ভোট পরবর্তী ভারতীয় রাজনীতি মঞ্চ। এদিন মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে গোটা দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর ছিল এই দুই রাজ্যে। নির্বাচনে এদিন মহারাষ্ট্রের ঠাকরে, পাওয়ার , মুণ্ডেদের মতো রাজনৈতিক পরিবার যেমন অংশ নেয়, তেমনই হরিয়ানা থেকে চৌতালা, হুদা বংশের সদস্যরাও নির্বাচন ঘিরে ছিলেন তারকার তালিকায়। একনজরে দেখে নেওয়া যাক , হরিয়ানা ও মহারাষ্ট্রের হেভিওয়েট নেতাদের ভোট ভাগ্য আজ কেমন ছিল।

আদিত্য ঠাকরে

এদিন ভোটের ফলাফালের গণনা শুরু হতেই পারদ চড়ে যায় মুম্বইয়ের ওরলি কেন্দ্র ঘিরে। সেখানে বাল ঠাকরের নাতি তথা শিবসেনার 'যুবরাজ' আদিত্য ৭০ হাজার ভোটে জিতে নেন জীবনের প্রথম ভোট যুদ্ধ। লেখক তথা গীতিকার আদিত্যর এই জয় রীতিমতো তাৎপর্যপূর্ণ হতে চলেছে মহারাষ্ট্রের আগামী দিনের রাজনীতিতে।

পঙ্কজা মুণ্ডে

বিজেপির প্রাক্তন মন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা ২০১৯ বিধানসভা নির্বাচনে পারলি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। পঙ্কজার খুড়তুতো ভাই ধনঞ্জয় এই কেন্দ্র থেকে কংগ্রেসের আসনে জয়লাভ করেছেন।

মনোহর খাট্টার

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর হরিয়ানার কারনাল কেন্দ্র থেকে জিতেছেন ৫০ হাজারের বেশি ভোটে । হরিয়ানাতে বিজেপি দূর্গের গায়ে ধস লাগলেও সেনাপতি হিসাবে মনোহর লাল খট্টরের জয় প্রাসঙ্গিক।

দেবেন্দ্র ফড়নবীশ

দেবেন্দ্র ফড়নবীশ

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম 'মুখ' দেবেন্দ্র ফড়নবীশ ফের একবার জয়লাভ করেছেন। নাগপুর সাউথ ওয়েস্ট থেকে দেবেন্দ্র ফড়নবীশ জিতেছেন বিপুল ভোটে।

আজিত পাওয়ার

আজিত পাওয়ার

মহারাষ্ট্রের ডাকসাইটে নেতানেত্রীদের মধ্যে অন্যতম নাম অজিত পাওয়ার। এনসিপি নেতা শরদ পাওয়ারের আত্মীয় অজিত এদিন পার্টির টিকিটে বারামতি কেন্দ্র থেকে সহজ জয় পকেটে পুরে ফেলেন।

ববিতা ফোগত


হরিয়ানার দাদরি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেও বাজিমাত করতে পারেননি কুস্তিগীর ববিতা ফোগত। আখড়া থেকে ভোটের ময়দানে উঠে আসা ববিতা ফোগত এদিনের অন্যতম ভোট-স্টার ছিলেন। যদিও শেষমেশ ভোট যুদ্ধে তিনি হেরে যান।

সোনালী ফোগত

সোনালী ফোগত

টিকটক স্টার সোনালী ফোগত এই নির্বাচনে হরিয়ানার আদমপুর কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন। যদিও শেষরক্ষা করতে না পেরে এই নির্বাচনে তাঁর ছন্দ পতন হয়। হেরে যান সোনালী।

রনদীপ সিং সুরজেওয়ালা

রনদীপ সিং সুরজেওয়ালা

ফের একবার হারের মুখ দেখলেন রণদীপ সুরজেওয়ালা। হরিয়ানায় এর আগে, ২ বার জিতে আসলেও, এইবার হরিয়ানার মাটি হতাশ করেছে রণীপকে। তিনি হরিয়ানার কৈথাল কেন্দ্র থেকে হেরে যান ।

অশোক চভন

অশোক চভন

কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভন ভোকার কেন্দ্র থেকে লড়ে ভোট যুদ্ধ জিতে নেন।

পৃথ্বীরাজ চভন

পৃথ্বীরাজ চভন

মহারাষ্ট্রের কারাদ (দক্ষিণ) কেন্দ্র থেকে এদিন কংগ্রেসের তাবড় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চভন জয়লাভ করেন। ১৬০০০ ভোটের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 বিএস হুদা

বিএস হুদা

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সরকার গঠনের একমাত্র 'আশা' এই মুহূর্তে ভূপিন্দর সিং হুদা। তিনি হরিয়ানার গারহি সাম্পনা কিলোই কেন্দ্র থেকে ৫৮,৩২১ ভোটে জয় লাভ করেছেন।

যোগেশ্বর দত্ত

যোগেশ্বর দত্ত

হরিয়ানার বরোদা আসন থেকে নির্বাচনে শুরুর দিকে এগিয়ে থেকেও হেরে গেলন যোগেশ্বর দত্ত। কংগ্রেসের কৃষ্ণা হুডার কাছে তিনি হেরে যান।

English summary
2019 Maharashtra and Harayana poll results: here are the heavy weight candidates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X