For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনে বিজেপি জোটের জন্য বড় বিপদ আসতে পারে যোগী রাজ্য থেকে! টাইমসের সমীক্ষা কী বলছে

এখনও কয়েক মাসের অপেক্ষা লোকসভা নির্বাচন ঘিরে। তবে তার আগে এই মুহূর্তের পরিস্থিতিটা কীরকম? এখনই যদি ভোটগ্রহণ হত, তাহলে কোন পার্টি কত সংখ্যক ভোট অঙ্কে নিজেদের ধরে রাখতে পারত?

  • |
Google Oneindia Bengali News

এখনও কয়েক মাসের অপেক্ষা লোকসভা নির্বাচন ঘিরে। তবে তার আগে এই মুহূর্তের পরিস্থিতিটা কীরকম? এখনই যদি ভোটগ্রহণ হত, তাহলে কোন পার্টি কত সংখ্যক ভোট অঙ্কে নিজেদের ধরে রাখতে পারত? এই প্রশ্নের জবাব পেতেই টাইমস নাও ও ভিএমআরএর ওপিনিয়ন পোল।২০১৯ সালের জানুয়ারি মাসের ভারত কী বলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে , দেখে নেওয়া যাক।

এখন ভোট হলে কী হবে?

এখন ভোট হলে কী হবে?

৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার পেতে হলে , পেতে হবে ২৭২টি আসন । তবে টাইমসের ওপিনিয়ন পোল বলছে ২৭২ টি আসন থেকে ২০ টি আসন কম হতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষে। এনডিএর দখলে থাকতে পারে মোট ২৫২ টি আসন।

কংগ্রেস ক'টি আসন পেতে পারে?

কংগ্রেস ক'টি আসন পেতে পারে?

অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে ১৪৭টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে মোট ১৪৪ টি আসন। মোট ১৫৭৩১ জন ভোটারের ওপর সমীক্ষা চালিয়ে এমনই পরিসংখ্যান পেয়েছে টাইমস নাও ও ভিএমআরএর ওপিনিয়ন পোল।

পশ্চিমবঙ্গে কী হতে পারে?

পশ্চিমবঙ্গে কী হতে পারে?

পশ্চিমবঙ্গে ৪২ টি আসন রয়েছে। সেখানে বেশিরভাগ আসনেই উড়তে চলেছে তৃণমূলের বিজয় নিশান। তৃণমূলের দখলে সম্ভবত থাকতে পারে ৩২ টি আসন। তবে শক্তি বাড়াতে চলেছে বিজেপি। এরাজ্যে ২০১৪ সালে ২ টি আসেন জয়ী হয়েছিল পদ্ম শিবির। ২০১৯ সালে তা বেড়ে ৯ টি আসন হতে পারে। কংগ্রেস এখানে মাত্র ১ টি আসনের সম্ভাবনা দেখাচ্ছে। অন্য়দিকে বামেদের অবস্থা অত্যন্ত কঠিন। এমনই দাবি টাইমস নাও ও ভিএমআরএর ওপিনিয়ন পোলের।

উত্তর প্রদেশে কি হতে পারবে 'কিং মেকার'?

উত্তর প্রদেশে কি হতে পারবে 'কিং মেকার'?

বলা হয়, উত্তরপ্রদেশ যার দখলে , তার জন্য সংসদ জয়ের রাস্তা অত্যন্ত সোজা হয়ে যায়। গোবলয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ। এখানে মোট ৮০ টি আসন রয়েছে। তবে বিজেপি শাসিত উত্তর প্রদেশ এবার সম্ভবত হতাশ করতে চলেছে। ২০১৪ সালে এখান থেকে ৭৩ টি আসনে বিজয় নিশান উড়িয়েছে বিজেপি। তবে এই বছর মাত্র ২৭ টি আসন পেতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে, এসপি -বিএসপি জোট ৫১ টি আসন পেয়ে যেতে পারে যোগী গড়ে।

মহারাষ্ট্রে কী হতে চসলেছে?

মহারাষ্ট্রে কী হতে চসলেছে?

বিজেপি শাসিত অন্যতম বড় রাজ্য মহারাষ্ট্র। সেখানে ৪৮ টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪৩ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ৫ টি। এমনই দাবি টাইমসের সমীক্ষার।

মধ্যপ্রদেশ- রাজস্থানে বিজয় নিশান ওড়াবে কে?

মধ্যপ্রদেশ- রাজস্থানে বিজয় নিশান ওড়াবে কে?

মধ্যপ্রদেশ ও রাজস্থান এই বছর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। মনে করা হচ্ছে ,মধ্যপ্রদেশের ২৯ টির মধ্যে ২৩ টি এবার জিতে নেবে বিজেপি বাকি ৬ টি আসনে দখল রাখবে কংগ্রেস। রাজস্থানে ২০১৪ সালের নির্বাচনে ২৫ টির মধ্যে ২৫ টিতেই উড়েছিল গেরুয়া নিশান। এবার ২৫ টি আসনের মধ্যে সম্ভবত ১৭ টি পেতে চলেছে বিজেপি। বাকি ৮ টি থাকতে পারে কংগ্রেস।

দক্ষিণের রাজ্যগুলির কী পরিস্থিতি?

দক্ষিণের রাজ্যগুলির কী পরিস্থিতি?

দক্ষিণের রাজ্যগুলিতে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের জগন মোহন রেড্ডি কিং মেকার হতে পারেন। ২৫ এর মধ্যে ২৩ টি আসন তাঁর দল নিজের দখলে রাখতে পারে। কেরলে প্রথমবার খাতা খুলতে পারে বিজেপি। তেলাঙ্গানার ১৭ টির মধ্যে শাসকদল টিআরএস পেতে পারে ১০ টিআসন।তবে তামিলনাড়ুতে কংগ্রেসের জোট পোক্ত জমি পেতে পারে। সেখানের ৩৯ টি আসনের মধ্যে ৩৫ টি দখলে রাখতে পারে এই জোট।

 উত্তরপূর্বে কী অবস্থা?

উত্তরপূর্বে কী অবস্থা?

উত্তরপূর্বে ধীরে ধীরে নিজের বিস্তার বাড়িয়ে জমি পোক্ত করেছে পদ্মশিবির। এখানের ১১ টি লোকসভা আসনের মধ্যে ৯ টিতে সম্ভবত জিততে পারে বিজেপি জোট।

English summary
Months ahead of 2019 Lok Sabha Elections, Times Now-VMR conducted an opinion poll to assess what the performance of each of the leading alliances would be in case the Parliamentary Elections were to be held today. The poll, conducted in January 2019, also tried to ascertain the choice for the prime minister post.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X