For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভমেলায় যোগী সরকারের কত কোটি টাকা বরাদ্দ জানলে চোখ কপালে উঠবে

কুম্ভমেলায় এবার রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। কয়েক কোটি মানুষ কুম্ভে গিয়েছেন পুণ্যস্নানের উদ্দেশ্যে।

  • |
Google Oneindia Bengali News

কুম্ভমেলায় এবার রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। কয়েক কোটি মানুষ কুম্ভে গিয়েছেন পুণ্যস্নানের উদ্দেশ্যে। প্রয়াগরাজে এই কুম্ভস্নান সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে। একইসঙ্গে এবারের কুম্ভ মেলা উপলক্ষ্যে যোগী সরকারের বাজেট বরাদ্দও চমকে দেওয়ার মতো। ২০১৩ সালে যা বরাদ্দ ছিল এবার তা তিনগুন বাড়িয়ে ৪২০০ কোটি টাকা করা হয়েছে। ফলে এবারের কুম্ভমেলাই সবচেয়ে ব্যয়বহুল সন্দেহ নেই।

বরাদ্দ বাড়িয়ে তিনগুণ

বরাদ্দ বাড়িয়ে তিনগুণ

২০১৯ সালের কুম্ভমেলার জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ৪২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগের সরকার মহাকুম্ভে খরচ করেছিল ১৩০০ কোটি টাকা। সেটা হয়েছিল ২০১৩ সালে।

দারুণ আয়োজন

দারুণ আয়োজন

শুধু তাই নয়, রাজ্য সরকারের অন্য কয়েকটি দফতরও আলাদা করে কুম্ভমেলার জন্য বাজেট বরাদ্দ করেছে। এবারের কুম্ভমেলা অনেক বড় ব্যাপ্তিতে হচ্ছে বলে উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল দাবি করেছেন।

বিশাল ব্যাপ্তি

বিশাল ব্যাপ্তি

এবছরের কুম্ভমেলা ৩২০০ হেক্টর এলাকা নিয়ে হচ্ছে। এর আগে ১৬০০ হেক্টর জায়গা নিয়ে কুম্ভমেলা করা হতো। এবার যোগী সরকার জায়গা বাড়িয়ে দ্বিগুণ করেছে।

কুম্ভমেলার আকর্ষণ

কুম্ভমেলার আকর্ষণ

vকুম্ভমেলা হিন্দুদের অন্যতম বড় সাংষ্কৃতিক পরিচয় বহন করছে। অর্ধ কুম্ভ প্রতি ছয় বছর অন্তর হয়। কুম্ভমেলা হয় ১২ বছর অন্তর। এবার সেটাকেই বড় ব্যাপ্তিতে পালন করছে যোগী সরকার।

English summary
2019 Kumbh Mela is the costliest ever, Yogi govt allocated Rs 4,200 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X