For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ ঝাড়খণ্ড নির্বাচনের ফলাফল : সেনাপতি সহ দূর্গ পতন বিজেপির! 'সোরেন সরকার' গঠনের পথে কংগ্রেস জোট

বিজেপির হাত ফস্কে গিয়ে ঝাড়খন্ড কার্যত হাতছাড়া পদ্মশিবিরের। আঞ্চলিক দলগুলির সাহায্য়ে কংগ্রেসের জমি শক্ত হয়েছে রাঢ়ভূমির এই নির্বাচনে।

  • |
Google Oneindia Bengali News

হাত ফস্কে গিয়ে ঝাড়খণ্ড হাতছাড়া পদ্মশিবিরের। আঞ্চলিক দলগুলির সাহায্য়ে কংগ্রেসের জমি শক্ত হয়েছে রাঢ়ভূমির এই নির্বাচনে। জোট এবং ভোট, দুই অঙ্কের খেলাতেই কার্যত সেনাপতি সহ দূর্গ পতন হয়েছে বিজেপির। একনজরে দেখে নেওয়া যাক ঝাড়খণ্ড নির্বাচনের ফলাফল কোনপথে?

ট্রেন্ড কী বলছে?

ট্রেন্ড কী বলছে?

প্রাথমিক ট্রেন্ড থেকেই কংগ্রেস-জেএমএম জোট এগিয়েছিল ঝাড়খন্ডে। এরপর বেল গড়াতেই কার্যত স্লগ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচের চেহারা নেয় ঝাড়খন্ডের ভোট ফলাফলের ট্রেন্ড । একটা সময় বিজেপি ও কংগ্রেস জোট হাড্ডা হাড্ডি লড়াইতে থেকে শেষ পর্যন্ত এগিয়ে যেতে শুরু করে। শেষ পাওয়া খবর বলছে,২৪ বিজেপি, ৪৬ কং, জেবিএম ৩, অন্যান্য ৮ এর দিকে ট্রেন্ড এগিয়ে যায়।

সেনাপতি সহ দূর্গ পতন বিজেপির

সেনাপতি সহ দূর্গ পতন বিজেপির

জামশেদপুর ইস্ট কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোট ময়দানে লড়াই করেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তবে শিল্পনগরী সেভাবে বিজেপির দিকে যে ঝুঁকে নেই তা প্রমাণ করে দিয়ে ঝাড়খন্ডের এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী সরয়ূ রায়। সকালের দিকে রঘুবর এগিয়ে থাকলেও বেলা গড়াতেই সরয়ূ প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে যেতে থাকেন।

কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সোরেন সরকার গঠনের পথে!

কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সোরেন সরকার গঠনের পথে!

ঝাড়খন্ড মুক্তি মোর্চার আঁতুর ঘর বাহারাইত কেন্দ্র থেকে প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও পরবর্তীকালে তিনি এই কেন্দ্র থেকে এগিয়ে যান। এদিকে, দুমকা কেন্দ্র থেকেও লড়াই করেন মোর্চা সেনাপতি হেমন্ত সোরেন। আর সেই কেন্দ্রেও কার্যত জয় নিশ্চিত হেমন্তের। সবমিলিয়ে এবার ঝাড়খন্ডে সরকার গড়ার পথে কংগ্রেস-জেএমএম জোট। জে এমএম-এর দখলে আপাতত ঝাড়খন্ডের ২৯ টি আসন।

৭ রাজ্যে দখলে রাখতে পারল বিজেপি

৭ রাজ্যে দখলে রাখতে পারল বিজেপি

মহারাষ্ট্রের পর ঝাড়খন্ড হাতছাড়া হতেই আর মাত্র ৭ টি রাজ্য দখলে রয়েছে বিজেপির। বিজেপি এই মুহূর্তে দক্ষিণ ভারতে কেবলমাত্র কর্ণাটকে রয়েছে। বাকি ভারতে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখন্ড,গুজরাত, অসম, ত্রিপুরায় রয়েছে বিজেপির একছত্র ক্ষমতা। অন্যদিকে, বিহারে জোট সরকারে,মিজোরামে জোট সরকার, মেঘালয়ে বিজেপি রয়েছে জোট সরকারে।

এসবিআই-এর নতুন প্রযুক্তি! ক্যাশ, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই বাজার করার সুবিধাএসবিআই-এর নতুন প্রযুক্তি! ক্যাশ, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ছাড়াই বাজার করার সুবিধা

English summary
2019 Jharkhand Election Result , JMM Congress set to build Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X