For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

' রাজনীতিতে কোনও দলই অচ্ছুত নয়', ভোট অঙ্ক জিইয়ে রেখে দাবি সম্ভাব্য কিংমেকার মারান্ডির

' রাজনীতিতে কোনও দলই অচ্ছুত নয়', ভোট অঙ্ক জিইয়ে রেখে দাবি সম্ভাব্য কিংমেকার মারান্ডির

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে প্রাথমিক ট্রেন্ড আসবার পরই সকালের দিকে মনে হয়েছিল ত্রিশঙ্কু হতে পারে ঝাড়খন্ড বিধানসভা। তবে সকালের কুয়াশা কাটিয়ে বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় যে জদয়ের রথে কংগ্রেস , জেএমএম ও আরজেডি জোট রয়েছে। তবে এরই মাঝে কিং মেকারের সম্ভাব্য আখ্যা কেড়ে নিতে পারেন বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি। অন্তত বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ এমনই মনে করছিলেন। এমন এক পরিস্থিতিতে বাবুলাল মারান্ডির কাছে কংগ্রেস শিবির থেকে ফোনও যায়। এরপরই মুখ খোলেন মারান্ডি।

'কোন দলই অচ্ছুত নয়'

'কোন দলই অচ্ছুত নয়'

বেশির ভাগে বুত ফেরত সমীক্ষায় জানিয়েছিল ঝাড়খন্ডে জেএমএম ও কংগ্রেসের জোটই সরকার গড়বে। তবে কয়েকটি সমীক্ষায় ত্রিশঙ্কু ভোট অঙ্কের সম্ভবনাও উঠে আসে। যার ফলে রাঢভূমির নির্বাচনী অঙ্গনে ঝাড়খন্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি 'কিং মেকার' হওয়ার দৌড়ে সবচেয়ে আগে।

ভোট-গণিত ও সম্ভাব্য কিং মেকার

ভোট-গণিত ও সম্ভাব্য কিং মেকার

যখনও পর্যন্ত ৪১ আসনের ম্যাজিক ফিগার কংগ্রেস জোট ছুঁতে পারেনি, তখনও পর্যন্ত বাবুলাল মারান্ডি শিবিরে ফোন আসতে থাকে হাত শিবিরের জোটের। এদিকে, বিজেপিও মারান্ডি শিবিরের দিকে নজর রেখেছে শেষ মুহূর্তের পরিস্থিতি কোনদিকে যায় তার প্রেক্ষিতে।

'কোনও দলই অচ্ছুত নয়'

'কোনও দলই অচ্ছুত নয়'

এদিন বাবুলাল মারান্ডি জানিয়েছেন ,'রাজনীতিতে কোনও দলই অচ্ছুত নয়।' আর বাবুলাল মারান্ডির এমন বক্তব্যের জেরেই তিনি যে রাজনীতির ভোট-গণিত জিইয়ে রাখতে চাইছেন , তা অনেকেরই ধারণা। ফলে ভোটের আগে যেমন তাঁকে ঘিরে কংগ্রেসের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল, ভোটের পর তা খানিকটা অন্যপথে বাঁক নিচ্ছে।

বড় ফ্যাক্টার হতে পারেন আর কোন নেতা!

বড় ফ্যাক্টার হতে পারেন আর কোন নেতা!

একটা সময় মনে করা হচ্ছিল, ঝাড়খন্ড নির্বাচনে শেষ মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারেন সুদেশ মাহাতো। সিলি কেন্দ্র থেকে তাঁর জয় নিশ্চিত হতেই বিজেপি শিবির যোগাযোগ শুরু করে জোট সঙ্গী স্টুডেন্ট ইউনিয়নের এই নেতার সঙ্গে। বিজেপির সঙ্গে থাকলেও এই দল বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে ঝাড়খন্ড নির্বাচনে। এখন দেখার আদৌ কি ঝাড়খন্ডে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয়!

বেআইনি অনুপ্রবেশকারীদের ডিটেনশন সেন্টার প্রায় তৈরি বেঙ্গালুরুতেবেআইনি অনুপ্রবেশকারীদের ডিটেনশন সেন্টার প্রায় তৈরি বেঙ্গালুরুতে

English summary
2019 Jharkhand assembly election resluts, Reaction of aspiring kingmaker Babulal Marandi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X