২০১৯ গণেশ চতুর্থী: কোথাও সোনার তো কোথাও ৯ হাজার নারকেলের গণপতি! মুম্বই থেকে বেঙ্গালুরু মাতোয়ারা
দেশের উৎসবের ঢাকে কাঠি দিয়ে ধুমধাম করে শুরু হয়ে গেল গণেশ বন্দনা। দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র থেকে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আপাতত মাতোয়ারা 'গণপতি বাপ্পা মোরিয়া'র বোলে। দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভক্তদের ঢল নামতে শুরু করে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, গণেশ চতুর্থী উপলক্ষ্যে গোটা দেশের ছবিটা।
|
লালবাউগচা রাজা ঘিরে ভিড়
মুম্বইয়ের গণপতি মানেই লালবাউগচা রাজা! এই বিখ্যাত গণপতি দর্শনে আসেন মুকেশ আম্বানি থেকে অমিতাভ বচ্চন। আসে তেণ্ডুলকর পরিবার। আর গণেশ চতুর্থীর দিন সকাল থেকেই এখানে ভক্তদের ভিড়। এবারে লালবাউগচা রাজার থিম-এ ধরা দিয়েছে ভারতের মহাকাশ অভিযানের থিম। যে দৃশ্য রীতিমতো মন মাতানো।
|
সোনার গণেশ
মুম্বইয়ের জিএসবি সেবা মণ্ডলের পুজোয় এই বছর তৈরি হয়েছে' সোনার গণেশ'। আর সেই গণেশের গায়ে রয়েছে বিভিন্ন রত্ন। এদিন সকাল থেকেই শুরু হয়েছে আরাধনা।
|
তামিলনাড়ুতে গণপতি পুজো
তামিলনাড়ুর কোয়েম্বাট্যুরে পুলিয়াকুলমের গণপতি পুজো ঘিরেও উত্তেজনা তুঙ্গে। মুন্থি বিনায়ক মন্দিরেও এদিন সকাল থেকে ছিল ভক্তদের ঢল।
|
মহারাষ্ট্রে কাকড় আরতি
এদিন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও ধুমধাম সহকারে পালিত হয়েছে 'কাকড় আরতি'। সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নেমেছে।
|
৯ হাজার নারকেলের বিনায়ক
বেঙ্গালুরুর একটি গণেশ পুজোয় , দেখা গিয়েছে ৯ হাজার নারকেল দিয়ে তৈরি গণপতি প্রতিমা। গণপতির যে রূপ দেখে তাজ্জব অনেকেই।
[আরও পড়ুন: বিজেপির ওপর হামলার ঘটনার জেরে সরগরম বিধানসভা, সাসপেন্ড বিজেপি বিধায়ক দুলাল বর]
[আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলা সিবিআই হেফাজত শেষ! ফের সুপ্রিম কোর্টে আবেদন চিদাম্বরমের]