For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ -এ পাকিস্তানি ফ্যান থেকে 'জেসিবি' ছাড়া মিম-এর খোরাক আর কী ছিল ! দেখেনিন

অনান্য বছরের মতো ২০১৯ সালও গোটা বছর জুড়ে চলেছে একের পর এক সোশ্যাল মিডিয়া-মাতানো পোস্ট।

  • |
Google Oneindia Bengali News

অনান্য বছরের মতো ২০১৯ সালও গোটা বছর জুড়ে চলেছে একের পর এক সোশ্যাল মিডিয়া-মাতানো পোস্ট। এরমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচে থাকা এক পাকিস্তানি দর্শককে নিয়ে মিম যেমন রয়েছে, তেমনই রয়েছে 'জেসিবি কি খুড়াই' নিয়ে একের পর এক ট্রোল আর মিম। একনজরে দেখে নেওয়া যাক ২০১৯ সালের সেরা মিম ও ট্রোল।

'জেসিবি কি খুড়াই'

বছরের একটা সময় জেসিবি নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা দেশে। জেসিবি দিয়ে কিভাবে মাটি খোঁড়া হয় , তা দেখবার জন্য গুগলে সার্চ বাড়তেই তা টুইটার ট্রেন্ডে চলে আসে।

ক্ষুব্ধ পাকিস্তানি ফ্যান

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সময়, অস্ট্রেলিয়া পাকিস্তান ম্যাচে এক ক্ষুব্ধ পাকিস্তানি ফ্যানের মুখের অভিব্যক্তি নিয়ে উঠে আসে একের পর এক ট্রোল ও মিম।

সরফরাজের 'হাই'

ভারত-পাকিস্তান ম্যাচে সরফরাজ আহমেদের হাই তোলা নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায় আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপের সময়। ২০১৯ সাল যা নিয়ে বুঁদ ছিল।

'গন্না টেল মাই কিডস'

এরপরই শুরু হয় 'গন্না টেল মাই কিডস' নাম নিয়ে এক হ্যাশট্যাগ ট্রেন্ড। সেই ট্রেন্ডে বারবার উঠে আসে নব্বইয়ের দশকের কিছু নস্টালজিয়া। আর এই ট্রেন্ড নিয়েও ট্রোল ,মিম কম হয়নি।

'প্যারা গ্লাইডিং ম্যান'

অগাস্ট মাসের আশপাশ থেকে সোশ্যাল মিডিয়া বুঁদ ছিল এক প্যারাগ্লাইডিং করতে যাওয়া ব্যক্তিকে নিয়ে। যিনি প্যারাগ্লাইডিং করতে গিয়ে প্রচন্ড ভয় পেয়েছিলেন। তাঁর বক্তব্য ভিডিও রেকর্ড হতেই তা ভাইরাল হয়।

ইউজবেন্দ্র চাহালকে নিয়ে মিম

ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চলার সময় রীতিমতো তোলপাড় হয় ইউজেবেন্দ্র চাহালের বসার ধরন নিয়ে। ড্রিঙ্কস ব্রেকের সময় ভারত-শ্রীলঙ্কা ম্যাচে চাহালের বসার ধরন টেনেছে দর্শকের নজর।এরপরই শুরু হয় ট্রোল।

 ফিরে দেখা ২০১৯: বর্ষশেষে অবসর জেনারেল রাওয়াতের, তার আগে ৫ বার বিতর্কে ফিরে দেখা ২০১৯: বর্ষশেষে অবসর জেনারেল রাওয়াতের, তার আগে ৫ বার বিতর্কে

English summary
2019 Best Memes and trolls that got viral.Remember that grumpy looking cricket fan when Pakistan lost a crucial match against Australia at the ICC Cricket World Cup in England,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X