For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল স্ট্রাইকের কমান্ডারের মৃত্যু এনকাউন্টারে! গান স্যালুটে বিদায় বীর সেনানিকে

ল্যান্স নায়েক সন্দীপ সিংকে শেষ শ্রদ্ধা জানানো হল ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। সোমবার জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় সন্দীপ সিং-এর।

  • |
Google Oneindia Bengali News

ল্যান্স নায়েক সন্দীপ সিংকে শেষ শ্রদ্ধা জানানো হল ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। সোমবার জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় সন্দীপ সিং-এর। ২০১৬-র ভারতীয় সেনার তরফ থেকে পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল, সেই দলের সদস্য ছিলেন সন্দীপও। সোমবারের লড়াইয়ে সন্দীপের দেহে একাধিক গুলির আঘাত লাগে।

সার্জিক্যাল স্ট্রাইকের কমান্ডারের মৃত্যু এনকাউন্টারে! গান স্যালুটে বিদায় বীর সেনানিকে

পঞ্জাবের গুরদাসপুরে স্ত্রী ও ৫ বছরের ছেলে রয়েছে তাঁর।

সোমবার জম্মু ও কাশ্মীরের ট্যাংধারে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। রবিবার এলাকায় গুলি যুদ্ধে দুই জঙ্গির মৃত্যুর পরেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়। নিয়ন্ত্রণ রেখায় সন্দেহজনক চলাফেরায় গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে দুদিনে গুলি যুদ্ধে ৫ জঙ্গির মৃত্যু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ল্যান্সনায়েক সন্দীপ সিং ৪ প্যারা কমান্ডোকে নিয়ে ট্যাংধার সেক্টরে তল্লাশি অভিযানে গিয়েছিলেন। সন্দেহজনক চলাফেরায় সতর্ক হয়ে যান তাঁরা। জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধ শুরু হয়ে যায়।

খুব কাছ থেকে হওয়া গুলি যুদ্ধে তিনজনকে খতম করেন সন্দীপ সিং। মাথায় গুলি লাগার পরেও জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যান সন্দীপ। উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই তাঁর মৃত্যু হয়।

English summary
2016 Surgical Strike hero Lance Naik Sandeep Singh died in a fighting terrorists in Tangdhar in J&K on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X