For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ : ১২ জন দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা সোমবার

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১১ সেপ্টেম্বর : ২০০৬ সালের মুম্বইয়ের লোকাল ট্রেন বিস্ফোরণে অভিযুক্ত ১৩ জনের মধ্যে ১২ জনকেই দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ আদালত।

প্রমাণের অভাবে ছাড় পেয়েছে এক অভিযুক্ত। আদালতের তরফে জানানো হয়েছে, দোষীদের সাজা ঘোষণা হবে আগামী সোমবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর।

২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ : ১২ জন দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা


২০০৬-এর ১১ জুলাই সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে শুরু হয়ে পরপর মোট সাতটি বিস্ফোরণ ঘটানো হয় মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেনে। ধারাবাহিক এই বিস্ফোরণে মারা যান ১৮৮ জন। আহত হন প্রায় ৮০০ সাধারণ মানুষ।

ব্যস্ত সময়ে মাতুঙ্গা, মাহিম, বান্দ্রা, যোগেশ্বরী বোরিভলি ও মীরা রোড স্টেশনে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেসার কুকারে রাখা বিস্ফোরকের সাহায্যে এই বিস্ফোরণ ঘটে। মাঝে কিছুদিন বিচার প্রক্রিয়া বন্ধ থাকলেও ফের ২০১০ সালে তা চালু হয়। ঘটনায় উঠে আসে মোট ২৭ জনের নাম। এর মধ্যে ১৩ জনকে ধরা সম্ভব হলেও এখনও পলাতক বাকি ১৪ জন।

এদিন সেই ১৩ জনের মধ্যে ১২ জনকে দোষী সাব্যস্ত করে একজনকে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে আদালত।

English summary
2006 Mumbai train blasts verdict out: 12 convicted, 1 acquitted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X