For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেনের সংস্থার সঙ্গে ২০ হাজার কোটির চুক্তি, কী বিশেষ গুণাবলী থাকছে বায়ুসেনার টাটার তৈরি বিমানে

স্পেনের সংস্থার সঙ্গে ২০ হাজার কোটির চুক্তি, কী বিশেষ গুণাবলী থাকছে বায়ুসেনার টাটার তৈরি বিমানে

  • |
Google Oneindia Bengali News

চিনের সঙ্গে সংঘাতের আবহে গত বছর থেকেই ক্রমেই শক্তি বাড়িয়ে চলেছে ভারতীয় সেনা। একাধিক অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে শক্তি বৃদ্ধি করেছে ভারতীয় বায়ুসেনাও। ইতিমধ্যেই ফ্রান্স থেকে ভারতে ভারতে এসে গিয়েছে শক্তিশালী যুদ্ধবিমান রাফালও। আমেরিকা থেকে এসেছে অত্যাধুনিক ফাইটার কপ্টার। এমতাবস্থায় এবার স্পেনের সঙ্গে বড় চুক্তির পথে হাঁটল প্রতিরক্ষা মন্ত্রক। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই সাক্ষরিত হয়েছে ২০ হাজার কোটি টাকার চুক্তি।

মাঠে নামছে টাটা

মাঠে নামছে টাটা

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্পেনের সংস্থা 'এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস'-এর সঙ্গেই হয়েছে এই বিশালাকার চুক্তি। এই সংস্থার সঙ্গেই যৌথ উদ্যোগে ভারতীয় বায়ুসেনার জন্য বিমান বানাবে টাটা গোষ্ঠী। চুক্তি সম্পন্ন হয়েছে টাটার সঙ্গেও। আগামী ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথ ভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান বানাবে টাটা, জানা যাচ্ছে এমনটাই।

কী কী বিশেষ গুণ রয়েছে বিমানগুলিতে

কী কী বিশেষ গুণ রয়েছে বিমানগুলিতে

এমনকী চুক্তির বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যেই সামনে এনেছে 'টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড' (টিএএসএল)। আর তাতেই জানা যাচ্ছে ৫ থেকে ১০ টন সমরাস্ত্র পরিবহনের ক্ষমতা রয়েছে বিমানগুলিতে। স্পেনীয় বিমানগুলি ভারতীয় বায়ুসেনার পাঁচ দশকের পুরনো অ্যাভ্রো-৭৪৮-এর উত্তরসূরী হিসাবেই মাঠে নামবে বলে জানা যাচ্ছে। সহজ কথায় অ্যাভ্রো-৭৪৮-র যে ধরণের গুণাবলী ছিল এই নয়া বিমানগুলিতেও সেই ধরণের গুণাবলী থাকবে বলে মনে করা হচ্ছে।

চলতি মাসেই মেলে সবুজসংকেত

চলতি মাসেই মেলে সবুজসংকেত

এই এই চুক্তির বিষয়ে দীর্ঘদিন থেকেই বার্তালাপ চললেও তা বাস্তাবায়িত হচ্ছিল না বেশ কিছু জটিলতার কারণে। অবশেষে দূর হয়েছে সেই সমস্যাও। এদিকে সেপ্টেম্বরের শুরুতেই স্পেন থেকে ৫৬টি সি-২৯৫ পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। আর তারপরেই দেখা যায় নতুন আশার আলো।

 টুইট প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের

টুইট প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের

নয়া চুক্তির কথা জানিয়ে টুইটও করতে দেখা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এ ভারতভূষণ বাবুকেও। প্রতিরক্ষা মন্ত্রকের অসমর্থিত সূত্রে খবর, আগামী ৪৮ মাসের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে ১৬ উড়ান-সক্ষম সি-২৯৫ বিমান।যা তৈরি অবস্থাতেই ভারতে পাঠানো হবে। বাকি বিমানগুলি আগামী ১০ বছরের মধ্যে স্পেনের সংস্থার হাত ধরেই বানিয়ে ফেলবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড।

ছবি সৌ:টুইটার


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
20,000 crore contract with Spanish company, what are the special qualities of Tata aircraft
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X