For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের বিভিন্ন জায়গায় দু'শো থেকে তিনশোর বেশি পাক মদপুষ্ট জঙ্গি রয়েছে! জানালেন ডিজিপি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে বহুদিন ধরেই ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান। সেদেশে ইমরান সরকারের গদি বাঁচানোর মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর সংকট।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে বহুদিন ধরেই ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান। সেদেশে ইমরান সরকারের গদি বাঁচানোর মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর সংকট। ফলে, ইসলামাবাদ এই মুহূর্তে রীতিমতো মরিয়া চেষ্টায় রয়েছে কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান ও অস্বিত্ব টিকিয়ে রাখতে। এরপর থেকেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করেছে ইসলামাবাদ। এদিকে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির প্রায় কয়েকশো সদস্য কাশ্মীরে অশান্তি তৈরি করতে প্রস্তুত বলে খবর। এমন দাবি করেছেন কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

 কাশ্মীরের ডিজিপি-র দাবি

কাশ্মীরের ডিজিপি-র দাবি

কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, বার বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সেই মতো উরি, পুঞ্চ সেক্টর, রাজৌরিতে চলছে পাকিস্তানি গোলাবর্ষণ।

২০০-৩০০ জন জঙ্গি কাশ্মীরে

২০০-৩০০ জন জঙ্গি কাশ্মীরে

কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, গোটা কাশ্মীর জুড়ে অনুপ্রবেশ বন্ধে রীতিমতো তৎপরতা শুরু হয়েছে। তবে , এরই মাঝে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে ২০০ থেকে ৩০০ জন জঙ্গি। যাদের ক্রমাগত মদন দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

লেহ থেকে কার্গিল শান্ত

লেহ থেকে কার্গিল শান্ত


ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন ,আর্টিক্যাল ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে রীতিমতো শান্ত কাশ্মীর। কার্গিল থেকে লেহ , জম্মু ও কাশ্মীর সমস্ত জায়গাতেই 'শান্তি' বিরাজ করছে।

<strong>[ সৌদির রাজপুত্রের থেকে ধার নেওয়া 'প্লেন' ফেরত দিতে হচ্ছে ইমরানকে! ]</strong>[ সৌদির রাজপুত্রের থেকে ধার নেওয়া 'প্লেন' ফেরত দিতে হচ্ছে ইমরানকে! ]

English summary
200 to 300 terrorist still active in jammu and kashmir says DGP Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X