For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে ২০০জন জঙ্গি, বড় অপারেশনে নামছে সেনা

ব্রিগেডিয়ার সচিন মালিক বলেছেন, স্থানীয়দের জঙ্গিদলে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। শুধু দক্ষিণ কাশ্মীরেই অন্তত ২০০জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ফলে খুব তাড়াতাড়ি সেনা ও পুলিশ যৌথভাবে অপারেশনে নামতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে স্থানীয় যুবকদের মধ্যে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার মানসিকতা বাড়ছে। বিভিন্ন সংগঠনে অনেকে যোগ দিচ্ছে। ফলে উপত্যকায় অশান্তি আগামিদিনে বাড়বে বই কমবে না। এমনটাই খবর এসেছে ভারতীয় সেনার কাছে।

দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে ২০০জন জঙ্গি, বড় অপারেশনে নামছে সেনা

ব্রিগেডিয়ার সচিন মালিক বলেছেন, স্থানীয়দের জঙ্গিদলে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। শুধু দক্ষিণ কাশ্মীরেই অন্তত ২০০জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তার মধ্যে অন্তত ১৫ শতাংশ বিদেশ থেকে এদেশে এসেছে বলে তিনি দাবি করেছেন।

ফলে খুব তাড়াতাড়ি সেনা ও পুলিশ যৌথভাবে অপারেশনে নামতে চলেছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। জঙ্গিদের সংখ্যা কমিয়ে আনাই তাদের লক্ষ্য হবে। ইতিমধ্যে নানা জায়গায় সেনা অপারেশন শুরুও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

এদিনই লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের ৫ জঙ্গিকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টারে নিকেশ করার পরে সেনার তরফে আরও জঙ্গি থাকার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

এনকাউন্টারের এলাকা থেকে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। এদিন সকালে এনকাউন্টার শুরু হয়। কর্ডন করে গোটা এলাকা ঘিরে ফেলে সেনা। ইন্টেলিজেন্স ইনপুট পেয়েই সেনা অভিযানে নেমেছিল। সেনা নামতেই জঙ্গিরা পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে।

তারপর সেনা এনকাউন্টারে ৫ জঙ্গি মারা যায়। উপত্যকায় আরও বড় নাশকতা করার উদ্দেশ্যেই জঙ্গিরা জড়ো হয়েছিল বলে সেনা মনে করছে। তাই গোটা এলাকা সন্ত্রাসমুক্ত করতে সেনা আরও বড় অভিযানে নামতে চলেছে।

English summary
200 terrorists present in south Kashmir, Indian Army to launch search operation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X