For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেলোরেও থাবা বসালো করোনা, ধাক্কা চিকিৎসা পরিষেবায়

ভেলোরেও থাবা বসালো করোনা, ধাক্কা চিকিৎসা পরিষেবায়

Google Oneindia Bengali News

ভেলোর, ভারতীয় চিকিৎসার অন্যতম সেরা জায়গা। আর সেখানেও এবার থাবা বসালো করোনা। আর এর ফলে ব্যাহত ভারতের অন্যতম সেরা হাসপাতালের। জানা গিয়েছে, ভেলোরের ক্রিস্টান মেডিক্যাল কলেজের ২০০ জন কর্মী করোনা আক্রান্ত। এমনটাই খবর সেখানকার পুরসভা সূত্রে।

 ভেলোরেও থাবা বসালো করোনা, ধাক্কা চিকিৎসা পরিষেবায়

ভেলোরে করোনা সংক্রমন

গত এক সপ্তাহ ধরেই এই সমস্যার মধ্যে পড়েছে এই হাসপাতাল। কর্তৃপক্ষ সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এমনটাই জানিয়েছেন, স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক টি মনিবন্নান। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে নিয়েছে, কিন্তু জানানো হয়নি ঠিক কতজন করোনা আক্রান্ত হয়েছেন। এক আধিকারিক জানিয়েছেন, 'ঠিক বলতে পারা যাচ্ছে না কতজন সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে আমাদের কর্মী এখন অনেকটাই কমে গিয়েছে। এখন যদি কোনও কর্মীর মধ্যে কোনও উপসর্গ দেখা যায়, দ্রুত টেস্ট করানোর ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। প্রয়োজনে হাসপাতালে পাঠানো হচ্ছে। স্পেশ্যাল কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে। তবে এটা বলতে পারি বহু জন আক্রান্ত হলেও এদের সবার উপসর্গই খুবই হালকা।'

বর্তমান পরিস্থিতি কেমন ?

ভেলোরের ওই হাসপাতালে মোট ১০ হাজার ৫০০ জন কর্মী রয়েছেন। ২০০০ জন চিকিৎসক রয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এখানে আসেন, এমনকি প্রতিবেশী বাংলাদেশ থেকেও চিকিৎসার জন্য মানুষ আসেন এখানে। আর সেখানেই হানা দিয়েছে করোনা।

হাসপাতালের এমন পরিস্থিতির জন্য আপাতত বন্ধ রয়েছে চিকিৎসার জন্য অনলাইন বুকিং, রোগীদের দেখতে আসা এবং নন এমার্জেন্সি ট্রিটমেন্ট। শুধুমাত্র আপদকালীন চিকিৎসা চলছে।

English summary
200 staffs at Vellore Hospital tested positive, non-emergency services stopped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X