For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দির নির্মাণে ২০০ স্কোয়ার মিটার জমি দেওয়া হবে, রবিদাস মন্দির ইস্যুতে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র

অযোধ্যায় রাম মন্দির ইস্যুর শুনানিতে যখন গোটা দেশ তোলপাড়, তখনই উঠে এলো রবিদাস মন্দির ইস্যুতে কেন্দ্রের বক্তব্য। প্রসঙ্গত, কয়েকদিন আগে, একটি আইনি নির্দেশের জেরে ভেঙে দেওয়া হয় দিল্লির কাছের রবিদাস মন

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির ইস্যুর শুনানিতে যখন গোটা দেশ তোলপাড়, তখনই উঠে এলো রবিদাস মন্দির ইস্যুতে কেন্দ্রের বক্তব্য। প্রসঙ্গত, কয়েকদিন আগে, একটি আইনি নির্দেশের জেরে ভেঙে দেওয়া হয় দিল্লির কাছের রবিদাস মন্দির। সেই মন্দির ফের একবার গড়ে তোলার জন্য ২০০ স্কোয়ার মিটার জমি দিতে কেন্দ্র রাজি বলে জানানো হয়েছে শীর্ষ আদালতে।

মন্দির নির্মাণে ২০০ স্কোয়ার মিটার জমি দেওয়া হবে, রবিদাস মন্দির ইস্যুতে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র

দক্ষিণ দিল্লির তুঘলকাবাদের কাছে জঙ্গল এলাকায় এই মন্দির নির্মাণের জন্য ২০০ স্কোয়ার মিটা র এলাকা কেন্দ্র দিতে চলেছে বলে এদিন সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে জানিয়েছে। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল বলেন, শান্তি বজায় রাখতেই এমন উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। এই মামলায় সমস্ত পক্ষের কথা শুনেই কেন্দ্র এমন সিদ্ধান্তে এসেছে।

কেন্দ্র জানিয়েছে, যে জায়গায় ভাঙা হয়েছে এই মন্দির সেই জায়গাই ফের দেওয়া হবে রবিদাস ভক্তদের। সবপক্ষের শুনানির পর চূড়ান্ত রায় এই মামলায় আসতে চলেছে ২৩ অক্টোবর।

English summary
200 square metre area to be given for Ravidas temple construction , centre tells to SC .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X