For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আটক ২০০, লালকেল্লা কাণ্ডে দিল্লি পুলিশের তৎপরতা তুঙ্গে! ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর

Google Oneindia Bengali News

দিল্লি জুড়ে অরাজকতা চালানোর দায়ে অভিযুক্ত অন্তত ২০০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। এছাড়াও ২২টি মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে সেসব মামলায় ৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট, দিল্লি পুলিশের উপর হামলা সহ একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এদিকে ইতিমধ্যেই অভিযুক্তদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পুলিশের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষক বিক্ষোভ নিয়ে ব্যাপক গোলমাল হয় দিল্লিতে৷ কৃষকদের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ কৃষক নেতারাও আন্দোলন হিংসাত্মক হয়ে যাওয়ার ঘটনার সমালোচনা করেছেন৷ এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

একদল আন্দোলনকারী কৃষক লালকেল্লার মধ্যে ঢুকে পড়েন

একদল আন্দোলনকারী কৃষক লালকেল্লার মধ্যে ঢুকে পড়েন

মঙ্গলবার ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লিতে প্রবেশ করার পর একদল আন্দোলনকারী কৃষক লালকেল্লার মধ্যে ঢুকে পড়েন৷ সেখানে তাঁরা নিজেদের পতাকাও উত্তোলন করেন৷ এই ঘটনাকে কংগ্রেসের সাংসদ শশী থারুর, রাহুল গান্ধী, শিব সেনা নেতা সঞ্জয় রাউতরা 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে ব্যাখ্যা করেছেন৷ তাঁদের মতে, সাধারণতন্ত্র দিবসে লাল কেল্লায় শুধু তেরঙ্গা পতাকাই উত্তোলিত হওয়া উচিত৷

মিছিল চলাকালীন হিংসা ছড়ানো হয়েছে

মিছিল চলাকালীন হিংসা ছড়ানো হয়েছে

এদিকে মঙ্গলবার দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল চলাকালীন যেভাবে হিংসা ছড়ানো হয়েছে, তা কখনই সমর্থনযোগ্য় নয়৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একথা বলেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং৷ এমনকী, এই ঘটনার প্রেক্ষিতে পাঞ্জাবে হাই অ্য়ালার্টও জারি করেছেন অমরিন্দর৷ মঙ্গলবার লালকেল্লায় যে ঘটনা ঘটেছে, তারও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী৷

৪১টি কৃষক সংগঠনের বৈঠক

৪১টি কৃষক সংগঠনের বৈঠক

এদিকে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনা নিয়ে আজ বৈঠক ডাকল সংযুক্ত কিষান মোর্চা৷ ৪১টি কৃষক সংগঠনকে নিয়ে এই সংযুক্ত কিষান মোর্চা গঠন করা হয়েছে৷ ২৬ জানুয়ারি এই কিষান মোর্চাই ট্রাক্টর মিছিল ডেকেছিল৷ আর সেই মিছিলে অশান্তির ঘটনায় কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন মোর্চার নেতৃত্বে থাকা ৪১টি সংগঠনের সদস্যরা৷ ট্রাক্টর মিছিলে কেন এই অশান্তি হল এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে৷

English summary
200 protesters detained FIRs against 300 for rioting, damaging public property in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X