For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভাপতি নির্বাচনে এগিয়ে অশোক গেহলট! মুখ্যমন্ত্রীর সমর্থনে রাজস্থানের ২০ জন বিধায়ক

কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগে গেহলট শিবিবের ২০ জন বিধায়কের শক্তি প্রদর্শণের পরিকল্পনা

Google Oneindia Bengali News

অশোক গেহলট সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পরেই রাজস্থান কংগ্রেসে অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাজস্থানের বিধায়কদের একাংশ সচিন পাইলটকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি জানালেও অনেকেও তা অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে গেহলটের জয়পুরের বাড়িতে বিধানসভায় কংগ্রেসের সদস্যদের বৈঠক হবে বলে জানা গিয়েছে। অনেকেই সেই বৈঠকে আসতে অস্বীকার করেছেন। এরমধ্যেই গেহলট শিবিরের ২০ জন বিধায়ক তাঁকে সমর্থন জানিয়েছেন বলে জানা গিয়েছে।

সভাপতি নির্বাচনে এগিয়ে অশোক গেহলট! মুখ্যমন্ত্রীর সমর্থনে রাজস্থানের ২০ জন বিধায়ক

কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগেই অশোক গেহলেট মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন। এই সম্ভাবনাকে জিইয়ে গেহলট রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ জয়পুরে নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছে। রাজস্থানে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে বৈঠক হবে বলে অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, অশোক গেহলট সচিন পাইলটের মুখ্যমন্ত্রীত্বের বিরোধিতা করেছেন। সেই বিষয়েই বৈঠকে তাঁর বক্তব্য রাখতে চান। অন্যদিকে, কংগ্রেসের সভাপতি নির্বাচনে সচিন পাইলট অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক ব্যক্তি এক পদ নীতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। সেক্ষেত্রে অশোক গেহলট কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, সেক্ষেত্রে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। যদিও গেহলট শিবিরের একাংশের দাবি কংগ্রেসের সভাপতির সঙ্গে সঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ সামলাতে পারবেন। রাজস্থানের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী গোবিন্দ রাম মেঘওয়াল সাংবাদিকদের বলেন, সম্ভব হলে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের সভাপতি হিসেবে আমি অশোক গেহলটকেই পছন্দ করব। তিনি বলেন, দুটি দায়িত্ব অশোক গেহলট ভালোভাবে পূরণ করতে পারবে বলে তিনি মনে করছেন। অন্যদিকে, খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াওয়াস বলেছেন যে রাজ্যে নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছে অনুরোধ করব, রাজ্যের নেতৃত্ব যেন পরিবর্তন না করেন।

অশোক গেহলট সভাপতি হলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর দৌড়ে সচিন পাইলটের পাশাপাশি জনপ্রিয় নেতাদের মধ্যে বিধানসভার স্পিকার ডক্টর সিপি জোশীর নামও রয়েছে। ২০০৮ সালে সিপি যোশি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন। কিন্তু তিনি হেরে গিয়েছিলেন। অন্যদিকে, কংগ্রেসের সভাপতি নির্বাচনে

প্রসঙ্গত, অশোক গেহলট জানিয়েছিলেন, তিনি সভাপতি নির্বাচিত হলে গান্ধী পরিবারকে সমর্থন করবে। তাঁর এই মন্তব্য কংগ্রেসের সভাপতি নির্বাচনে অনেকটা এগিয়ে দিয়েছে। শশী থারুর রবিবার কংগ্রেসের সভাপতি নির্বাচনের মনোয়নপত্র সংগ্রহ করেছেন। অশোক গেহলট আগামী কয়েকদিনের মধ্যেই সভাপতি নির্বাচনের মনোয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে।

চণ্ডীগড় বিমানবন্দর ভগৎ সিং নামে পরিবর্তিত হবে, মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রীর চণ্ডীগড় বিমানবন্দর ভগৎ সিং নামে পরিবর্তিত হবে, মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রীর

English summary
Around 20 MLAs of the Rajasthan Chief Minister Ashok Gehlot camp planning to show strength
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X