For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফারুকাবাদে ২০টি শিশুকে পণবন্দি করে রেখেছে খুনের আসামি, উদ্ধারে নামল এটিএস

উত্তর প্রদেশের ফারুকাবাদে ২০টি শিশুকে পণবন্দি করে পুলিসের সঙ্গে লড়াই খুনের আসামি। ফারুকাবাদের মহম্মদাবাদ কাঠারিয়া গ্রামে একটি বাড়িতে ২০টি শিশু ও এক মহিলাকে আটকে রেখেছে।

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের ফারুকাবাদে ২০টি শিশুকে পণবন্দি করে পুলিসের সঙ্গে লড়াই খুনের আসামি। ফারুকাবাদের মহম্মদাবাদ কাঠারিয়া গ্রামে একটি বাড়িতে ২০টি শিশু ও এক মহিলাকে আটকে রেখেছে। অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়ের জন্মদিনের নাম করে ২০টি শিশুকে বাড়িতে নেমতন্ন করেছিল।

ফারুকাবাদে ২০টি শিশুকে পণবন্দি করে রেখেছে খুনের আসামি

গ্রামবাসীরা খবর পেয়ে শিশুদের উদ্ধারে গেলে মদ্যপ অবস্থায় অভিযুক্ত ব্যক্তি তাঁদের গুলি করে মারা হুমকি দেয়। ইতিমধ্যেই এক গ্রামবাসীকে গুলি করেছে অভিযুক্ত। সতীশ চন্দ্র দুবে নামে ওই গ্রামবাসীর পায়ে গুলি লেগেছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছে অভিযুক্তের নাম সুভাষ গৌতম। তিনি স্থানীয় বিধায়ক এবং পুলিস সুপারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

এখনও পর্যন্ত সুভাষ গৌতমের গুলিতে তিন পুলিসকর্মী এবং এক গ্রামবাসী আহত হয়েছেন। ইতিমধ্যেই গোটা গ্রাম ঘিরে ফেলেছে পুলিস। পুলিস সুপার এবং অতিরিক্ত পুলিস সুপার পৌঁছেছেন ঘটনাস্থলে। পরিস্থিতি মোকাবিলায়
জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

English summary
20 children hostage by mudred acused in UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X