For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুপ্তধনের খোঁজ পেতে মহারাষ্ট্রে ২ বছরের শিশুপুত্রের 'বলি'

২ বছরের শিশুপুত্রকে গুপ্তধনের খোঁজ পেতে বলি দেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের চন্দ্রপুরের ব্রহ্মপুরী তেহসিলে।

  • |
Google Oneindia Bengali News

২ বছরের শিশুপুত্রকে গুপ্তধনের খোঁজ পেতে বলি দেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের চন্দ্রপুরের ব্রহ্মপুরী তেহসিলে। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খাণ্ডালা গ্রামে। পুলিশ জানিয়েছে, গত ২২ অগাস্ট থেকে শিশুটি নিখোঁজ ছিল। সেদিন বড় দাদার সঙ্গে খেলতে খেলতে সে নিখোঁজ হয়ে যায়। পরে ব্রহ্মপুরী পুলিশ স্টেশনে শিশুর বাবা নিখোঁজ ডায়েরি করেন।

গুপ্তধনের খোঁজ পেতে মহারাষ্ট্রে ২ বছরের শিশুপুত্রের বলি

পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে প্রতিবেশী সুনীল ও প্রমোদ কালা জাদু করত। তারপরই দুজনের উপর নজর রেখে জেরা করে বাড়ির পিছন থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। সুনীল ও প্রমোদকে গ্রেফতার করা হয়। জেরায় দুজনেই দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

কেন বলি দেওয়া হল শিশুটিকে? পুলিশ জানিয়েছে, শিশুটির মাথার চুলে তিনটি চক্র ছিল। যার ফলে নাকি বলির জন্য শিশুটি আদর্শ হিসাবে বিবেচিত হয়েছিল। ২৩ অগাস্ট শিশুটিকে বলি দেওয়া হয়। তার আগে কালা জাদু করা হয়। খুনের পর শিশুটির দেহ সামনের নদীতে ভাসিয়ে দেবে বলে স্থির হয়। তবে কোনও কারণে তা করা যায়নি। তা দেহ একটি ব্যাগে পুরে রাখা হয়।

পুলিশ দুই অভিযুক্তকে কুসংষ্কার ও কালা জাদু সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির ধারায় অভিযুক্ত করার পাশাপাশি খুনের ৩০২ ধারায় খুনের অভিযোগও আনা হয়েছে।

English summary
2-year-old boy sacrificed in Maharashtra for 'Hidden Treasure'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X