For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ জানুয়ারি বেলা ১১ টায় ২ মিনিটের নীরবতা পালনের নির্দেশ গোটা দেশে! কোন পদক্ষেপ মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

আগামী ৩০ জানুয়ারি ঘিরে নরেন্দ্র মোদী সরকারের তরফে এসেছে আরও একটি বড় নির্দেশ। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এদিন নির্দেশ দিয়ে বলা হয়েছে, ৩০ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষ্যে গোটা দেশ ২ মিনিটের নীরবতা পালিত হবে। আর এজন্য স্থানীয় প্রশাসনকে উপযুক্ত বন্দোবস্তের নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আসা নির্দেশে বলা হয়েছে, স্বাধীনতা আন্দোলনে যে দেশপ্রেমিকরা আতমবলিদান দিয়েছেন, তাঁদের আত্নত্যাগের কথা স্মরণ করে ৩০ জানুয়রি পালিত হবে শহিদ দিবস। আর ওই আত্মত্যাগের উদ্দেশেই ২ মিনিটের নীরবতা পালিত হবে। নির্দেশিকা বলছে, ১০:৫৯ মিনিটে সেদিন সাইরেন বাজানো হবে স্থানীয় কোনও জায়গা থেকে। আর সেই অনুযায়ী চলবে নীরবতা পালন। এরপর ২ মিনিট সম্পন্ন হলে ফের বাজবে সাইরেন।

যেখানে সাইরেন বাজবে না, সেখানে সেনার তরফে তোপধ্বনি দেওয়া হবে। দেশের যে সমস্ত জায়গায় সিগন্যাল সিস্টেমের সমস্যা রয়েছে, সেখানে উপযুক্ত বার্তা পৌঁছে দেওয়া হবে। এমনই নির্দেশ এসেছে অমিত শাহের দফতর থেকে ।প্রসঙ্গত , অমিত শাহ ওই দিন বঙ্গসফরে আসার কথা।

English summary
2-min silence will be obsered on Jan 30 martyars day, says govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X