For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নেতার হত্যাকারী ২ মাওবাদীর কোন পরিণতি ঘটল ছত্তিশগড়ে!

কয়েকদিন আগেই ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে খুন হন বিজেপি বিধায়ক ভিমা মাণ্ডবী। বিজেপির কনভয় যাওয়ার সময় দান্তেওড়ার জঙ্গলের রাস্তায় বিস্ফোরণে মৃত্যু হয় বিধায়কের।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে খুন হন বিজেপি বিধায়ক ভিমা মাণ্ডবী। বিজেপির কনভয় যাওয়ার সময় দান্তেওড়ার জঙ্গলের রাস্তায় বিস্ফোরণে মৃত্যু হয় বিধায়কের। আর সেই ঘটনার পর এবার হত্যাকারীকে খুঁজে বার করে পুলিশ।

কী ঘটে গিয়েছে?

কী ঘটে গিয়েছে?

ছত্তিশগড়ের দৌলিকরকা গ্রামে জেলা রিজার্ভগার্ড ও মাওবাদীদের মধ্যে গুলির ব্যাপক লড়াই চলতে থাকে। বিজেপি নেতার হত্যাকারীরা ওই গ্রামে রয়েছে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। গুলির লড়াইয়ে নিকেশ করা হয় ২ মাওবাদীকে।

মৃতদের পরিচয়

মৃতদের পরিচয়

জানা গিয়েছে, ভার্গিস ও লিঙ্গা নামের ওই দুই মাওবাদীকে মুহূর্তে নিকেশ করেছে পুলিশ। এদিন এই খবর সংবাদমাধ্যমকে জানায় পুলিশ। মালঙ্গি এলাকার মাওবাদী কমিটির সদস্য ছিলেন ভার্গিস। সেখানে মাওবাদীদের যুবনেতা ছিল ভর্গিস। জানা গিয়েছে, বোমা তৈরির কাজে সিদ্ধহস্ত ছিল এই নেতা।

৯ এপ্রিল কী ঘটেছে?

৯ এপ্রিল কী ঘটেছে?

৯ এপ্রিল ভিমা মাণ্ডবীর কনভয়ে ছত্তিশগড়ের শ্যামগিরি পাহাড় এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। যে হামলার জেরে নিহত হন বিজেপি বিধায়ক সহ ৪ জন।

English summary
2 Maoists allegedly involved in BJP lawmaker Bhima Mandvi’s killing gunned down in Chhattisgarh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X