For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রপ্রদেশের ওষুধ উৎপাদনকারী ইউনিটে বিস্ফোরণ, নিহত ২ কর্মী, জখম ৪ জন

অন্ধ্রপ্রদেশের ওষুধ উৎপাদনকারী ইউনিটে বিস্ফোরণ

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ প্রস্তুতকারক ইউনিটে বিস্ফোরণে নিহত হয়েছেন ২ জন কর্মী। এই ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিন এই ঘটনাটি ঘটে পূর্ব গোদাবরী জেলার কাকিনাড়া শহরের কাছে সরপনভরম গ্রামের ওষুধ প্রস্তুতকারক ইউনিট তাইচি ইন্ডাস্ট্রিতে দুপুর সোয়া তিনটের সময়।

অন্ধ্রপ্রদেশের ওষুধ উৎপাদনকারী ইউনিটে বিস্ফোরণ, নিহত ২ কর্মী, জখম ৪ জন


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে কর্মীরা নাইট্রিক অ্যাসিডের পাইপলাইনের ভালফ শক্ত করার সময় চাপে ‌বয়লারে পাইপটি ফেটে যায় এবং ওষুধের ইউনিটে আগুন ধরে যায়। প্রথম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ইউনিটে। যেই সময় দুর্ঘটনা ঘটে তখন ১০০ জন কর্মী কাজ করছিলেন।

আহত কর্মীদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। মৃত কর্মীরা হলেন টি ভেঙ্কট রমন ও কে সুব্রহ্মণ্যম। এই বিস্ফোরণের কারণে ইউনিটে আগুন ধরে যায়, তবে দমকল কর্মীরা আগুন নেভাতে সফল হন। জেলা শাসক ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন এবং হাসপাতালে আহত কর্মীদের সঙ্গে দেখা করে এই ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন। রাজ্যের শিল্পমন্ত্রী এম গৌতম রেড্ডি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনা কীভাবে ঘটল তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করা হবে এই গোটা ঘটনার বলে জানানো হয়েছে ওষুধ ইউনিটের পক্ষ থেকে।

রক্ত জমাট বাঁধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাতিল এই দেশগুলোতেরক্ত জমাট বাঁধা সহ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাতিল এই দেশগুলোতে

English summary
2 killed 4 injured in boiler blast at factory in andhra pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X