For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উত্তপ্ত ভূস্বর্গ! বারামুল্লায় জঙ্গিদের গুলিতে শহিদ ৩ জওয়ান, চলছে জোর তল্লাশি

Google Oneindia Bengali News

কাশ্মীরের বারামুল্লায় ফের নিরাপত্তারক্ষীদের উপর হামলা জঙ্গিদের। এদিন ভোরবেলা এক টহলদারী দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই টহলদারী দলে থাকা এক স্রেশাল পুলিশ অফিসার ও দুই জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়।

জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি বারামুল্লায়

জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি বারামুল্লায়

ঘটনাটি বারামুল্লার ক্রিরি এলাকায় হয়েছে। এদিকে ঘটনাটি ঘটিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চলছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে কোনও জঙ্গি পালাতে না পারে।

রবিবারও সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা

রবিবারও সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা

এদিকে রবিবারও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। তল্লাশি অভিযান চালানোর সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে সেই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরই বারামুল্লায় নজরদারি বাড়ানো হয় নিরাপত্তারক্ষী বাহিনীর পক্ষ থেকে।

কড়া নজরদারির মাঝেও ফের জঙ্গি হামলা

কড়া নজরদারির মাঝেও ফের জঙ্গি হামলা

রবিবারের ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বারামুল্লার সোপুর এলাকায় রবিবার সকালে তল্লাশি অভিযান চলছিল। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকাকে ঘিরে ফেলা হয়েছে যাতে কোনও জঙ্গি পালাতে না পারে। তবে কড়া নজরদারির মাঝেও একদিনের ব্যবধানেই ফের জঙ্গি হামলা হল সেই বারামুল্লাতেই।

কাশ্মীরে বেড়েই চলেছে জঙ্গি তৎপরতা

কাশ্মীরে বেড়েই চলেছে জঙ্গি তৎপরতা

গত কয়েকদিনে একাধিকবার সেনা ও কাশ্মীর পুলিশের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। ১২ অগাস্ট পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন একজন জওয়ান। খতম হয় এক জঙ্গিও। জঙ্গিঘাঁটি থেকে রাইফেল, গ্রেনেড, পাউচ এবং একে-৪৭ বাজেয়াপ্ত করা হয়। তার আগে জঙ্গি হামলায় বিজেপি নেতা আবদুল হামিদ নজরের মৃত্যু হয়।

English summary
2 crpf jawan and on spo martyred in Kashmir's Baramulla after terrorists open fired
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X